শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদই কি যথেষ্ট? উত্তরের খোঁজে বাসবদত্তা, অনিন্দ্য, জয়রা

RBN Web Desk: পদ্মশ্রী সম্মানিত নাট্যকার বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটক এবার বড়পর্দায়। এই নাটক অবলম্বনেই পরিচালক বাপ্পা তৈরি করছেন তাঁর প্রথম ছবি ‘শহরের উপকথা’। সম্প্রতি শেষ হয়েছে এই ছবির শুটিং। ১৯৬৫ সালে বাদল সরকারের লেখা এই নাটক ২০২১-এও কতটা প্রাসঙ্গিক সেই কথাই বলবে এই ছবি।

বর্তমানে মানুষ বড় স্বার্থপর। সমাজের সমস্ত বাস্তব সমস্যা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলতে আগ্রহী আজকের প্রজন্মের একটা বড় অংশ। দৈনন্দিন জীবনযাত্রার বাইরে গিয়ে যে সকল কর্মকাণ্ডের কারণে সামাজিক অবক্ষয় ঘটছে তার দায় নেবে কে? অর্থনৈতিক এবং যৌনতাকেন্দ্রিক সমস্যার মধ্যে থেকে মানুষ প্রতিদিন নিজের মৃত্যুর পথ সুপ্রশস্ত করে চলেছে। মানুষ ভুলে গেছে তাদের বেঁচে থাকার আসল উদ্দেশ্য। মূলত কঠোর বিবেককে প্রতিবিম্বের ন্যায় দাঁড় করাতেই এই ছবি।

আরও পড়ুন: জটায়ুর সাহস

থিয়েটার জগতের সঙ্গে যুক্ত বাপ্পা তাঁর প্রথম ছবি হিসেবে এমন একটা বিষয় বেছে নিলেন কেন? “‘বাকি ইতিহাস’ সামাজিক অবক্ষয়ের গল্প,” বললেন বাপ্পা। “আমাদের জীবনে, দৈনন্দিন রুটিনের বাইরেও অনেক কিছুই ঘটে চলেছে। ঘটে যাওয়া নানা অন্যায় আমরা  শুধুই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেই ক্ষান্ত হই বা অনেক সময় কিছুই করার নেই বলে পাশ কাটিয়ে চলে যাই। মহাভারতে নিশাদ আর তার সন্তানদের পুড়িয়ে হত্যা করা থেকে সিরিয়ার ক্ষুধার্ত লক্ষাধিক শিশুর যন্ত্রণা আজ কঠিন বাস্তব। এটাই গোটা পৃথিবীর ইতিহাস এবং বর্তমান। আমার ছবিতে সেই কথাই বলতে চাই।”


ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার আশরাফ শিশির। ‘বাকি ইতিহাস’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায়, লামা হালদার, প্রদীপ ভট্টাচার্য, দেবরঞ্জন নাগ, সন্দীপ মণ্ডল, অরিত্র দত্ত, অর্পণ বসু, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, সৌত্রিকা মুখোপাধ্যায় ও আরও অনেকে। বর্তমানে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পর ‘বাকি ইতিহাস’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানালেন পরিচালক।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *