সম্প্রচারের আগে এ সপ্তাহের গল্প: কৃষ্ণকলি
RBN Web Desk: বাড়ি থেকে তাড়ানোর জন্য শ্যামা ও কৃষ্ণার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে থাকে মুন্নি। ওদিকে একই সঙ্গীতানুষ্ঠানে কৃষ্ণার সঙ্গেই অংশ নেয় রাধার মেয়ে। কী হয় এরপর? বর্তমানে এমনই কিছু প্রশ্নের সম্মুখীন জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’।
ধারাবাহিকের গল্প এগিয়ে গেছে আঠারো বছর। শ্যামার স্মৃতির পাতা থেকে মুছে গেছে তার অতীত। মায়ের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় কৃষ্ণাও কোনওদিন জানতে পারেনি তার পিতার পরিচয়। সময়ের চাকায় পা দিয়ে আবারও চৌধুরীবাড়িতে উপস্থিত হয় শ্যামা ও কৃষ্ণা।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
এমনিতেই বরাবর টিআরপির একদম প্রথম দিকেই থাকে ‘কৃষ্ণকলি’। শ্যামা ও নিখিলের জুটিকে দর্শক যে বেশ পছন্দ করেন তা বলাই বাহুল্য। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য এবং তিয়াশা রায়।