সম্প্রচারের আগে এ সপ্তাহের গল্প: যমুনা ঢাকি
RBN Web Desk: কেদারবাবুর ছেলের বিয়ে উপলক্ষ্যে রায়বাড়ি পৌঁছয় বেদের পরিবার। বেদের বাবা গীতকে গৃহস্থালীর কাজে কতটা পটু জিজ্ঞাসা করায় সে রেগে যায়। অন্যদিকে যমুনা কেদারবাবুকে স্পষ্ট জানিয়ে দেয়, রায়বাড়িতে সে আর ঢাক বাজাবে না। অনুরাধার সাহায্যে প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে থাকে যমুনা। প্রথম রাউন্ডে সে পাশও করে যায়। যমুনা কি এই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবে?
এ সপ্তাহে জমজমাট কয়েকটি পর্ব নিয়ে হাজির হচ্ছে ‘যমুনা ঢাকি’। মহিলা ঢাকির জীবনযুদ্ধের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য। এর আগে শ্বেতা অভিনীত ‘কনক কাঁকন’ ধারাবাহিকটি দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে । তবে লকডাউনের জন্য বহুদিন শুটিং স্থগিত থাকার কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিকটি।
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে রায়বাড়ির ছোটছেলের চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। তাঁর অভিনীত ‘বাঘবন্দী খেলা’ ধারাবাহিকটিও লকডাউনের কারণেই মাঝপথে সম্প্রচার বন্ধ হয়ে যায়।
প্রতিদিন সন্ধ্যা ৭.৩০টায় জ়ি বাংলায় দেখা যাবে ‘যমুনা ঢাকি’।