ভূত হয়ে বাংলা টেলিভিশনে ফিরছেন তনিমা
RBN Web Desk: এক ভূতের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তনিমা সেন। ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকে এবার দেখা যাবে তাঁকে। তাঁর অভিনীত চরিত্রটির নাম কমলি। এর আগে ‘দেবী চৌধুরানি’ ধারাবাহিকে পিসি-ঠাকুরমার চরিত্রে অভিনয় করেছিলেন তনিমা। এছাড়ও সম্প্রতি হিন্দী ধারবাবাহিক ‘স্বরাগিনী’তেও কাজ করেছেন তিনি।
‘সৌদামিনীর সংসার’-এ ইতিমধ্যেই একজন ভূত রয়েছেন। তিনি বাড়ির কর্তার ঠাকুরদা, নাম করালীবাবু। এই চরিত্রে অভিনয় করছেন সমীর বিশ্বাস। ধারাবাহিকটির গল্পও এগিয়ে গিয়েছে বেশ খানিকটা।
আরও পড়ুন: রহস্য, রোমাঞ্চ ও হাস্যরসের মিশ্রণ নিয়ে আসছে ‘হরি ঘোষের গোয়াল’
গল্পে কমলি অতীতদিনের একজন নামকরা বাঈজী। পানের মধ্যে বিষ মিশিয়ে খুন করা হয়েছিল তাকে। এদিকে সৌদামিনীর শাশুড়ি তাকে পুত্রবধূর পরিচয় না দিয়ে তার এক বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেখানে কাজের লোক, বাড়ির আশ্রিতা বলে রয়েছে সৌদামিনী। তার শাশুড়ির বান্ধবীর বহুদিন বন্ধ হয়ে পড়ে থাকা একটি ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে সৌদামিনীর। এই ঘরেই কমলি ভূতের বাস। কিন্ত তার ঘরে রক্তমাংসের কোনও অতিথিকে মেনে নেবে না কমলি বাঈ। তাই নিয়েই এবার ‘সৌদামিনীর সংসার’-এ শুরু হতে চলেছে নানান মজাদার ঘটনা।