আবারও টেলিভিশনে সুদীপ-ঊষসী
RBN Web Desk: তাঁদের শেষবার একসঙ্গে দেখা গেছিল ২০২১ সালে ‘শ্রীময়ী’তে (Sreemoyee)। সেই ধারাবাহিকে দারুণ জনপ্রিয় হয়েছিল ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) অভিনীত জুন আন্টি চরিত্রটি। ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। তাঁর স্বামী অনিন্দ্যর চরিত্রে অভিনয় করেন সুদীপ মুখোপাধ্যায় (Sudeep Mukherjee)। জুনকে ঘিরে অনিন্দ্য-শ্রীময়ীর মধ্যে টানপোড়েন শুরু হয়।
তবে এবার স্বামী-স্ত্রী হিসাবেই টেলিভিশনের পর্দায় ফিরছেন সুদীপ-ঊষসী জুটি। শোনা যাচ্ছে ধারাবাহিকের নাম ‘রোশনাই’। একই ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ফিরছেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের অনুষ্কা গোস্বামীকে শনের বিপরীতে দেখা যাবে বলে জানা গেছে।
আরও পড়ুন: কালিকাপুরের খণ্ডহরে কাজল, রণিত, ইন্দ্রনীল
‘শ্রীময়ী’তে খলচরিত্রে অভিনয় করেছিলেন ঊষসী। তার জন্য দর্শকের একাংশ থেকে গালমন্দও কম শোনেননি। সাড়ে তিনবছর একটানা চলেছিল ‘শ্রীময়ী’।
শোনা যাচ্ছে ‘শ্রীময়ী’র মতো নতুন ধারাবাহিকটিরও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়।