আমার রোগীর কোনওরকম ক্ষতি চাই না, মৃণালিনীর তোপের মুখে মহুল
RBN Web Desk: জনপ্রিয় ধারাবাহিক ফাগুন বউ-এ প্রবেশ করছেন সোলাঙ্কি রায়। মৃণালিনী নামে এক ডাক্তারের চরিত্রে দেখা যাবে তাঁকে। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সাপ্তাহিক টিআরপি তালিকায় গত কয়েক সপ্তাহ ধরে বেশ ভালো স্থানেই আছে ফাগুন বউ। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় (রোদ্দুর) ও ঐন্দ্রিলা সেন (মহুল)।
সোলাঙ্কির প্রবেশের পর ফাগুন বউ-এ আসবে এক নতুন মোড়। ঘটনার অনেক ঘনঘটা দেখা যাবে তা অনায়াশেই বলে দেওয়া যায়। কিন্তু ঠিক কিভাবে এগোতে চলেছে ধারাবাহিকটির গল্প?
ফটো অ্যালবাম: পরমব্রতর নতুন ওয়েব সিরিজ় শরতে আজ
চ্যানেল সূত্রে জানা গেল, যাকে সে এতদিন মা বলে ডেকে এসেছে, সে তার জন্মদাত্রী মা নন, এটা জানার পর সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ে রোদ্দর, ভর্তি হতে হয় হাসপাতালে। তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলার দায়িত্ব দেওয়া হয় মৃণালিনীকে। একসময় রোদ্দুর ও মৃণালিনী সহপাঠী ছিল। মৃণালিনী মনে-মনে পছন্দও করত রোদ্দুরকে, যদিও সেটা সে কোনওদিনই বলে উঠতে পারেনি। রোদ্দুরও কোনওদিন জানতে পারেনি মৃণালিনীর মনের কথা। রোদ্দুরের চিকিৎসা চলাকালীন একদিন হাসপাতালে ছুটে আসে মহুল। তাকে দেখে খুবই উত্তেজিত হয়ে পড়ে রোদ্দুর। বারবার বলতে থাকে, ‘তুমি চলে যাও।’ এদিকে তার রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখে, মৃণালিনীও চলে যেতে বলে মহুলকে। হুঁশিয়ারি দেয়, ‘আমার রোগীর কোনওরকম ক্ষতি হোক, তা আমি চাই না।’ এ কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়ে মহুল।