শবনম হয়ে ফিরছেন মানালী দে
RBN Web Desk: ব্যবধান দশ বছর। বউ কথা কও ধারাবাহিকে মৌরীর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন মানালী দে । বিশ্বজিৎ গাঙ্গুলীর পরিচালনায় বউ কথা কও এখনও অবধি এই শতাব্দীর সবথেকে জনপ্রিয় ধারাবাহিকগুলির অন্যতম বলে মনে করা হয়।
ছোট পর্দায় আবির্ভাবেই রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন মানালী। এরপর অন্য ধারাবাহিকে অভিনয় করলেও বিগত কয়েক বছর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি তাঁকে। জামাই রাজা-এর মত কয়েকটি ধারাবাহিকে বিশেষ চরিত্রে তাঁকে দেখা গেলেও টেলিভিশনে নিমমিত অভিনয় করেননি তিনি।
রজতাভ এবার মৃণাল সেন
এক দশক পেরিয়ে সেই মানালীই আবার নায়িকার ভূমিকায় ফিরছেন নকশি কাঁথা ধারাবাহিকে। চরিত্রের নাম শবনম। আর এবার তাঁর নায়কের ভূমিকায় রয়েছেন সুমন দে। মেমবউ ধারাবাহিকে প্রধান খলচরিত্রে অভিনয় করেছিলেন সুমন। এছাড়াও গুরুদক্ষিণা ধারাবাহিকে নায়কের ভূমিকায় ছিলেন উত্তরবঙ্গের এই তরুণ অভিনেতা।
১২ নভেম্বর থেকে সম্প্রচার শুরু নকশি কাঁথার।