সরে গেলেন কৌশিকী
RBN Web Desk: ‘সুপার সিঙ্গার’ রিয়্যালিটি শো-এর বিচারকের আসন থেকে সরে দাঁড়ালেন সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী। গানের প্রতিভা খোঁজার এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারক হিসেবে অভিজিৎ ভট্টাচার্য এবং শানের সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল কৌশিকীর। কিন্তু এবার তাঁর পরিবর্তে থাকবেন লোপামুদ্রা মিত্র এবং রূপঙ্কর বাগচী।
লকডাউন পরবর্তী সময়ে সম্প্রচারিত হওয়া ‘সুপার সিঙ্গার’-এর প্রেমোতে কৌশিকীকে দেখা গেছে। তাহলে হঠাৎ তিনি সরে গেলেন কেন?
সংবাদমাধ্যমকে কৌশিকী জানিয়েছেন যে তাঁর ছেলে খুবই ছোট। এরকম সঙ্কটকালীন পরিস্থিতিতে তাঁর পক্ষে বাড়ির বাইরে গিয়ে শুটিং করা সম্ভব নয়। এর আগে চ্যানেলের সঙ্গে কথা বলে ঠিক হয়, বাড়িতে বসেই শুটিং করবেন তিনি। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে পরে ফ্লোরে শুট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: সুস্মিতা, জয়ের নতুন গানে কলেজ প্রেমের গল্প
এখনও দিনদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তাই নিজের পরিবারকে সুস্থ রাখতেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন কৌশিকী। তবে সব কিছু ঠিক হয়ে গেলে ‘সুপার সিঙ্গার’-এ তিনি আবার ফিরে আসবেন, সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।