বদলে যাচ্ছে ফিরকি ও নীলাদ্রি
RBN Web Desk: সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৃহন্নলারা লিঙ্গবৈষম্যের শিকার। সেই বিষয়কে কেন্দ্র করে কয়েক মাস আগে শুরু হয়েছে ধারাবাহিক ‘ফিরকি’। এবার বদলে যাচ্ছে এই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র ফিরকি ও নীলাদ্রির ভূমিকায় শিল্পীরা। এতদিন ছোট বয়সের ফিরকির চরিত্রে মাহি সিংকে দেখেছেন দর্শক। এবার ফিরকির পরিণত বয়সের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সম্প্রীতি পোদ্দার। বড় হয়েছে ছোট্ট নীলাদ্রিও। পরিণত বয়সের নীলাদ্রি হিসেবে দেখা যাবে সায়ন মুখোপাধ্যায়কে। এই প্রথম কোনও মুখ্য চরিত্রে অভিনয় করবেন সায়ন।
অনাথ ফিরকিকে ছোটবেলায় খুঁজে পায় লক্ষ্মী। বৃহন্নলা হয়েও সে মাতৃস্নেহে ফিরকিকে বড় করতে থাকে। বড় হওয়ার পর ফিরকির ইচ্ছা সে আইন নিয়ে পড়াশোনা করবে, লড়াই করবে বৃহন্নলাদের লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে। লক্ষ্মী খুশি হয় তার মেয়ের এই সাফল্য দেখে। এরই মধ্যে ফিরকিকে বিয়ের প্রস্তাব দেয় ছোটবেলার বন্ধু নীলাদ্রি। সে কি পারবে সমাজের ঘেরাটোপ থেকে বেরিয়ে ফিরকিকে বিয়ে করতে?
আরও পড়ুন: ঋষিকে হারিয়ে দিয়েছিলেন রাজেশ?
সব বনমালীরাই হয়ত রাধা হতে চায়। কিন্তু সমাজের বাধা টপকে তাদের সবার রাধা হয়ে ওঠা হয় না। বৃহন্নলাদের বিরুদ্ধে লিঙ্গবৈষম্য নতুন নয়। এর আগে বহু চলচ্চিত্র বা গল্পের পাতায় বনমালীর রাধা হওয়ার স্বপ্নপূরণের আখ্যান থাকলেও, এই প্রথম কোনও বাংলা ধারাবাহিকে বৃহন্নলাদের জীবনযুদ্ধের কাহিনী উঠে এল। লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছেন আর্যা বন্দ্যোপাধ্যায়।
২৭ জুলাই থেকে টেলিভিশনের পর্দায় আসছেন সম্প্রীতি ও সায়ন।