স্মরণে কিশোর, ২৭ বছর পর শহরে আসছেন লীনা
কলকাতা: কিশোর কুমারের ৯০ বছরের জন্মদিন উপলক্ষে শহরে এক অনুষ্ঠানে উপস্থিত হতে চলেছেন তাঁর পরিবারের সকলে। ‘তোমায় পড়েছে মনে’ শীর্ষক এই অনুষ্ঠান ২০১৯-এ পঞ্চম বর্ষে পা রাখতে চলেছে। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি ও সুমিত কুমার।
তবে এ বছর ‘তোমায় পড়েছে মনে’র সব থেকে উল্লেখযোগ্য অধ্যায় এই যে দীর্ঘ ২৭ বছর পর কিশোরপত্নী লীনা চন্দ্রভারকর আসছেন কলকাতায়। সত্তরের দশকে একাধিক ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন লীনা। ‘দিল কা রাজা’, ‘মনচলি’ ও ‘বৈরাগ’ তাঁর উল্লেখযোগ্য ছবি। ১৯৯২ সালে শেষবার শহরে এসেছিলেন তিনি। এর আগে কিশোরের গোটা পরিবারকে কখনও একই মঞ্চে দেখা যায়নি।
অনুষ্ঠানে কিশোর কুমারের স্মৃতিচারণ করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী ও অন্যান্যরা। শিল্পীর সঙ্গীত জীবনের কথা দর্শকদের সামনে তুলে ধরবেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
সংক্রামক নয় ভিটিলিগো, বোঝাবে সমুদ্র দাশগুপ্তর ছবি
কোনওরকম প্রথাগত তালিম ছাড়াই অসাধারণ সঙ্গীত প্রতিভার অধিকারী ছিলেন কিশোর। গানের সঙ্গে সঙ্গে অভিনয়ও করেছেন বহু ছবিতে। জীবনের যে কোনও আবেগ, তা আনন্দ, দুঃখ, প্রেম, বিরহ যাই হোক না কেন, সব ধরণের গানেই এই শিল্পী আজও অপ্রতিরোধ্য। মৃত্যুর এত বছর পরেও সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তাঁর ভক্ত সংখ্যা। কিশোরপুত্র অমিতও দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গীতের মাধ্যমে শ্রোতাদের আনন্দ দিয়ে চলেছেন।
অনুষ্ঠানের উদ্যোক্তা পার্থ সাহা সংবাদমাধ্যমকে জানালেন, “ওইদিন সঙ্গীতশিল্পী গৌতম ঘোষকে তাঁর সারা জীবনের কাজের জন্য সম্বর্ধনা দেওয়া হবে, যাঁর চেষ্টায় বহু বছর আগে টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তি স্থাপন করা সম্ভব হয়েছিল। নিঃসন্দেহে কলকাতার মানুষ এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন।”
৪ আগস্ট নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘তোমায় পড়েছে মনে’।