আমার সংসার চালাতেন কিশোর কুমার: গৌতম ঘোষ
কলকাতা: কিশোর কুমারকে ঈশ্বর মানেন তিনি। যতটুকু নামডাক করতে পেরেছেন, তা এই প্রবাদপ্রতিম শিল্পীর গান গেয়েই। তাই এক অর্থে কিশোর কুমার যে তাঁর সংসার চালাতেন, তা বলতে দ্বিধা করেন না গৌতম ঘোষ।
“কেন দ্বিধা করব? কিশোর কুমার না থাকলে কে চিনত আমাকে? অন্য কোনও শিল্পীর গান গাওয়ার কথা আমি কোনওদিন চিন্তাই করিনি। জীবনে যেটুকু পেয়েছি সবই ওই মানুষটার দৌলতে,” গতকাল শহরে এক অনুষ্ঠানে রেডিওবাংলানেট-কে অকপটে বললেন গৌতমবাবু।
পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম এবং রাজ্যের বাইরেও কিশোর কুমারের গান গেয়েছেন তিনি। বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে প্রবল জনপ্রিয়তা পান গৌতম ঘোষ। কিন্তু আসল শিল্পী থাকতেও লোকে কেন শুনত তাঁর গান?
“দেখো, একটা সহজ হিসেব আছে। কিশোর কুমারের গান সামনাসামনি শুনতে যদি দশ টাকা লাগে, আমার গাওয়া কিশোরের গান শুনতে সেখানে এক টাকা লাগবে। বা হয়ত একেবারেই বিনামূল্যে আমার অনুষ্ঠান দেখা যাবে। সেই জন্যই লোকে আজও আমাকে ডেকে নিয়ে যায়,” দাবী গৌতমবাবুর।
তাশি গাঁওয়ে একদিন
সামনেই মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলীর ছবি কিশোর কুমার জুনিয়র। এই ছবিটি কি তাঁরই বায়োপিক?
“না। আমার বাড়িতে কৌশিকের ছোটবেলা থেকেই আসা-যাওয়া ছিল। ওর বাবা ছিলেন স্বনামধন্য মিউজ়িশিয়ন সুনীল গঙ্গোপাধ্যায়। আমিও হামেশাই যেতাম ওঁর বাড়িতে। আরও ভালো শো করার সাজেশন নিতাম। হাফপ্যান্ট পরা অবস্থা থেকে আমি কৌশিককে চিনি। ও আমার সংগ্রামটা খুব কাছ থেকে দেখেছে, তাই সেটা নিয়ে ছবি করতে আগ্রহী হয়। আমিও খুব উৎসাহ দিই। তবে এখনও অবধি কিশোর কুমার জুনিয়র-এর যেটুকু দেখেছি, এটা বলতে পারি গল্পটার প্রায় নব্বই শতাংশই আমার জীবন থেকে নেওয়া,” জানালেন গৌতম ঘোষ।
১৯৮৪ সালে মুম্বই গিয়ে কিশোর কুমারের সাথে দেখাও করেন গৌতমবাবু। তাঁকে নকল না করে নিজের মত করে গাইতে বলেন কিশোর। সেই ভাবেই আজও গেয়ে যান তিনি। গানটা কিশোর কুমারের হলেও, গায়কী তাঁর নিজস্ব।
ছবি: abpতকমা