আরও একবার টেলিভিশনে সুদীপ্তা
RBN Web Desk: আরও একবার টেলিভিশনের পর্দায় আসছেন সুদীপ্তা চক্রবর্তী। ‘অলৌকিক না লৌকিক’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে। ১৩ জুলাই থেকে এক বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে শুরু হয়েছে ‘অলৌকিক না লৌকিক’।
এই ধারাবাহিকের বিভিন্ন খলচরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী ও সুপ্রিয় দত্তর মত অভিনেতারা। মুখ্য ভূমিকায় থাকছেন ঋদ্ধিশ চৌধুরী, সৌম্যরূপ সাহা, সোহিনী বন্দ্যোপাধ্যায় ও রাজর্ষী রায়।
‘অলৌকিক না লৌকিক’-এ ‘বুনি’ গল্পের নাম ভূমিকায় অভিনয় করছেন সুদীপ্তা।
সংক্রামক নয় ভিটিলিগো, বোঝাবে সমুদ্র দাশগুপ্তর ছবি
চ্যানেল সূত্রে জানা গেল যে এই গল্পে বুনি একজন বিধবা। গ্রামের এক ভণ্ড সাধু রটিয়ে দেয় যে বুনি আসলে একজন ডাইনি। গোটা গ্রাম ক্ষেপে ওঠে বুনির বিরুদ্ধে। কিন্তু সাধুর এই ষড়যন্ত্র ফাঁস করে দেয় বিক্রম (ঋদ্ধিশ) ও তার দলবল।
ভণ্ড সাধুর ভূমিকায় দেখা যাবে দেবেশ রায়চৌধুরীকে।
ছবি: অর্ক গোস্বামী