বিশিষ্ট কোরিওগ্রাফার সরোজ খানের জীবনাবসান
RBN Web Desk: প্রয়াত হলেন হিন্দি ছবির বিশিষ্ট কোরিওগ্রাফার সরোজ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ১৭ জুন তীব্র শ্বাসকষ্টের কারণে বান্দ্রার এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ রাত ১.৫২ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর স্বামী ও তিন সন্তান বর্তমান।
মাত্র তিন বছর বয়সে নেপথ্য নৃত্যশিল্পী হিসেবে ছবিতে কাজ শুরু করেন সরোজ। ‘গীতা মেরা নাম’ (১৯৭৪) ছবিতে তিনি প্রথম একক নৃত্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। দুই হাজারেরও বেশি গানের নৃত্য পরিচালনা করেছেন তিনি। পেয়েছেন তিনবার চলচ্চিত্রে শ্রেষ্ঠ কোরিওগ্রাফারের জাতীয় পুরস্কার। তাঁর কোরিওগ্রাফ করা উল্লেখযোগ্য গানগুলি হলো ‘তেজ়াব’ (১৯৮৮) ছবির ‘এক দো তিন’, ‘বেটা’র (১৯৯২) ‘ধক ধক করেন লগা’ ও ‘দেবদাস’-এর (২০০২) ‘ডোলা রে ডোলা’।
আরও পড়ুন: ফের ‘কলঙ্কিনী রাধা’ নিয়ে বিতর্ক, এবার তোপের মুখে অনুষ্কা
তাঁর শেষ কোরিওগ্রাফ করা গান ‘কলঙ্ক’ ছবির ‘তবাহ হো গয়ে’।
সরোজের মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।