সামান্য উন্নতি রাজুর
RBN Web Desk: বিশিষ্ট কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই দীপু শ্রীবাস্তব। ১০ আগস্ট দিল্লির একটি হোটেলের জিমে এক্সারসাইজ় করার সময় রাজুর বুকে ব্যথা শুরু হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে সঙ্গে-সঙ্গে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) ভর্তি করা হয়। পরে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।
সংবাদমাধ্যমকে দীপু জানিয়েছেন যে ভেন্টিলেশনে থাকলেও ধীরে-ধীরে তাঁর দাদার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এইমসে রেখেই রাজুর চিকিৎসা করাতে চান তাঁর পরিবার। মুম্বই বা অন্য কোথাও তাঁকে নিয়ে যাওয়ার কথা ভাবছেন না তাঁরা। হাসপাতালে ভর্তি করার পর এক মাস পেরিয়ে গেলেও এখনও রাজুর জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন। তাঁর দাদার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেছেন দীপু।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
‘তেজ়াব’, ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘বাজ়িগরে’র মতো ছবিতে পার্শ্বচরিত্রে কাজ করেছেন রাজু। পরবর্তীকালে স্ট্যান্ডআপ কমেডির পেশা বেছে নেন তিনি।
ছবি: আজ তক