খোদ অমিতাভ বচ্চন আগ্রহী কিশোর কুমার জুনিয়র নিয়ে: প্রসেনজিৎ
কলকাতা: একজন কণ্ঠীশিল্পীর ভূমিকায় অভিনয় করার মত অভিনব একটি প্রস্তাব তাঁর কাছে আসবে ভাবতেই পারেননি তিনি, এমনটাই বললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কৌশিক গাঙ্গুলীর ছবি কিশোর কুমার জুনিয়র-এ নামভূমিকায় অভিনয় করছেন এই অভিনেতা।
সম্প্রতি তাঁর জন্মদিন উপলক্ষ্যে শহরে এক অনুষ্ঠানে প্রসেনজিৎ সংবাদমাধ্যমকে জানালেন, “এই ছবিটা যখন ঘোষণা করা হয় তখন শহরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছিল। অমিতাভ বচ্চন এসেছিলেন সেই উৎসবে অতিথি হয়ে। তিনি ছবির নামটা শুনে আমাকে জিজ্ঞেস করেন, কিশোর কুমার জুনিয়র ব্যাপারটা কি? আমি তখন সংক্ষেপে তাঁকে ছবিটার একটা ধারণা দিই। উনি বলেন, ভারতে বহু কণ্ঠীশিল্পী চুটিয়ে গান গেয়েছেন কিন্তু তাঁদের নিয়ে ছবি করার কথা কেউ কোনওদিন ভাবেইনি।”
কিছুদিন আগে অমিতাভ বচ্চন এক ট্যুইটে প্রসেনজিৎকে এই ছবি নিয়ে শুভেচ্ছা জানান।
‘কণ্ঠী’ শব্দটা যন্ত্রণার: কৌশিক গাঙ্গুলী
প্রসেনজিৎ বললেন, “খোদ অমিতাভ বচ্চন আগ্রহী এই ছবি নিয়ে, আর আমি হব না? কিশোর কুমারের অগুনতি সুপারহিট গান আছে ওনার লিপে। কৌশিকের মাথায় এরকম একটা ছবি করার চিন্তাভাবনা কি করে এল সেটাই ভেবে পাচ্ছি না।”
প্রসেনজিৎ ছাড়াও এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য, রাজেশ শর্মা, মাসুদ আখতার, লামা হালদার ও ঋতব্রত মুখার্জী।
১২ অক্টোবর মুক্তি পাচ্ছে কিশোর কুমার জুনিয়র।