অমূল্য হচ্ছেন ঋতব্রত
কলকাতা: মেধাবী ছাত্র, উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। সে সবই উপেক্ষা করে দেশসেবার মন্ত্রে দীক্ষা নেওয়া। সুবিধাবাদী স্বাধীনতা সংগ্রামী সন্দীপের হাতে পড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ও গুলি করে এক রক্ষীকে গুরুতর আহত করার পর কাছারি বাড়িতে ডাকাতি। তবে শীঘ্রই সত্য উপলব্ধি এবং সন্দীপের সঙ্গ ত্যাগ।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ১৯৮৪ সালে সত্যজিৎ রায় পরিচালিত ঘরে বাইরে ছবিতে এই ছিল অমূল্যর চরিত্র। ছবির শেষদিকে সন্দীপের প্রতি আকৃষ্ট নিখিলেশের স্ত্রী বিমলার মোহভঙ্গ করার পেছনে মূল অবদান ছিল এই অল্পবয়সী ছেলেটির। “উনি খুব শৌখিন লোক দিদি, ফার্স্ট ক্লাস ছাড়া ট্রেনে চড়েন না,” বিমলাকে বুঝিয়েছিল সে। সন্দীপ যে বিমলার থেকে প্রয়োজনের অনেক বেশি টাকা নিচ্ছে, সে ব্যাপারেও সাবধান করে দিয়েছিল অমূল্য ।
সত্যজিতের ছবিতে অমূল্যর ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রপ্রমিত রায়। এবার সেই চরিত্রেই অভিনয় করতে চলেছেন ঋতব্রত মুখার্জী, অপর্ণা সেন পরিচালিত ঘরে বাইরে আজ ছবিতে।
‘কণ্ঠী’ শব্দটা যন্ত্রণার: কৌশিক গাঙ্গুলী
রেডিওবাংলানেট-কে ঋতব্রত জানালেন, “অপর্ণা সেনের ছবিতে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। উনি নিজে যেহেতু একজন নামকরা অভিনেত্রী তাই একজন অভিনেতাকে তাঁর কাজটা খুব সুন্দর বঝিয়ে দিতে পারেন। এই ছবির একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি আমি।”
ঘরে বাইরে আজ-এ নিখিলেশ, বিমলা ও সন্দীপের চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, তুহিনা দাস ও যীশু সেনগুপ্ত-কে। সত্যজিতের ছবিতে এই তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে ভিক্টর ব্যানার্জী, স্বাতীলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায়। মাস্টারমশাইয়ের চরিত্রে রয়েছেন অঞ্জন দত্ত, যে ভূমিকায় আগে অভিনয় করেছিলেন মনোজ মিত্র।
প্রথম সারির বহু পরিচালকের সাথে কাজ করেছেন ঋতব্রত যাঁদের মধ্যে সুজয় ঘোষ, অরিন্দম শীল, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও কৌশিক গাঙ্গুলী অন্যতম।
ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গেছে ঘরে বাইরে আজ-এর। ছবির প্রেক্ষাপট বর্তমান সময়।
ছবি: আনন্দবাজার পত্রিকা