চলে গেলেন শাফিন আহমেদ
RBN Web Desk: ‘নিঃস্ব করেছ আমায়’ গেয়েছিলেন তিনি। নব্বইয়ের দশকে দুই বাংলায় আলোড়ন ফেলে দিয়েছিল এই গান। তাঁর পায়ের সামনে ভক্তকূল লুটিয়ে পড়ছে, এ দৃশ্যও একাধিকবার দেখা গিয়েছে। সেই তাদেরই নিঃস্ব করে চলে গেলেন তিনি। স্তব্ধ হলো কণ্ঠ। বাংলা রক ব্যান্ডের জগতে অন্যতম বড় নাম ‘মাইলস’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও গায়ক শাফিন আহমেদ (Shafin Ahmed), আজ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
শাফিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই হামিন। তিনিও ‘মাইলস’-এর প্রতিষ্ঠাতা সদস্য। এই মুহূর্তে পরিবারের সদস্যরা শিল্পীর দেহ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন।
আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে নয়া ভূমিকায় প্রসেনজিৎ?
শাফিনের জন্ম ১৯৬১ সালে। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজ়া বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত।
২০ জুলাই যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠান করতে যান শাফিন। শোয়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাতিল হয় অনুষ্ঠান। সে দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তাঁর নানা অঙ্গ বিকল হতে শুরু করে। জীবনদায়ী ব্যবস্থায় তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষরক্ষা হলো না, জানিয়েছেন হামিন।