চলে গেলেন অভিনেতা রমেন রায়চৌধুরী
কলকাতা: প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা রমেন রায়চৌধুরী৷ আজ সকালে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা ছবি ও টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর৷
দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন রমেনবাবু। সঙ্গে ছিল কিডনির সমস্যাও। শারীরিক অবস্থার অবনতির কারণে কিছুদিন আগে তাঁকে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তিও করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানতে হল তাঁকে।
ফের জুটি বাঁধছেন সৃজিত-সুমন
বড় পর্দা ছাড়াও টেলিভিশনে চুটিয়ে কাজ করেছিলেন রমেন। প্রথম সারির সব পরিচালকের ছবিতেই দেখা গেছে তাঁকে। কাজ করেছেন তপন সিনহা ও গৌতম ঘোষের মত পরিচালকের সঙ্গেও। পরবর্তীকালে বহু যাত্রাপালায় অভিনয় করেন তিনি। তাঁর প্রয়াণে স্বভাবতই শোকাহত বাংলার শিল্পী মহল।