ফের বড় পর্দায় শীর্ষেন্দুর অদ্ভূতুড়ে সিরিজ়ের গল্প, মুক্তি পেল ফার্স্ট লুক
RBN Web Desk: সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভূতুড়ে সিরিজ়ের গল্প ‘বনি’ অবলম্বনে নতুন ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক, অঞ্জন দত্ত ও কাঞ্চন মল্লিক।
আজ মুক্তি পেল এই ছবির ফার্স্ট লুক। পরমব্রত টুইট করে জানালেন সে কথা।
Here it is! The pre-shoot first look of our venture #Bony based on a much ahead of its time story by the maverick Sirshendu Mukhopadhay! @SurinderFilms @YourKoel @aroyfloyd @anjandutt pic.twitter.com/tKSJMLyS4P
— parambrata (@paramspeak) June 14, 2019
‘বনি’ গল্পের কেন্দ্রে রয়েছে সন্ত্রাস। পটভূমি মিলান। সেখানে এক বাঙালি দম্পতি তাদের সদ্যজাত সন্তানের মধ্যে বিশেষ কিছু গুণের লক্ষণ দেখতে পান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত এক বাঙালি বিজ্ঞানি সন্ত্রাসের একটা যোগসূত্র খুঁজতে ইতালি আসেন। তবে এই বিজ্ঞানীর আসল উদ্দেশ্য ওই দম্পতি ও তাদের সদ্যজাতকে খুঁজে বার করা। তিনি বিশ্বাস করেন ওই দম্পতির কাছে লুকিয়ে আছে অনেক রহস্য।
এদিকে কলকাতার এক অতি সাধারণ বাঙালি কেরানি তার অবসর সময়ে কিছু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন। একদিন সস্তায় একটি রোবট কিনে আনেন তিনি। তারপরেই তার বাড়িতে ঘটতে থাকে নানান অদ্ভুত কাণ্ডকারখানা।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
মিলান, যুক্তরাষ্ট্র ও কলকাতার ঘটনার মধ্যে কি কোনও যোগসূত্র রয়েছে? সেই দম্পতির সন্তানের বিশেষ গুণের পেছনে কারণটাই বা কি? কলকাতার সেই কেরানির বাড়িতেই অদ্ভূতুড়ে সব কাণ্ডকারখানা ঘটছে কেন?
এই সব প্রশ্নেরই উত্তর খুঁজবে পরমব্রতর নতুন এই ছবি। ‘বনি’র সঙ্গীত হেঁসেল সামলানোর দায়িত্বে থাকছেন অনুপম রায়। শীঘ্রই শুরু হবে শ্যুটিং।