‘গুমনামী’ নিয়ে বিতর্ক অবাঞ্ছিত, মত মধুর ভান্ডারকরের
কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘গুমনামী’ নিয়ে সৃষ্ট বিতর্ক অবাঞ্ছিত, এমনটাই মনে করেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মধুর ভান্ডারকর। নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে লেখা ইতিবাসবিদ অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষের ‘কনানড্রাম’ বইটি অবলম্বনে ‘গুমনামী’ পরিচালনা করেছেন সৃজিত। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির টিজ়ার।
তবে টিজ়ার মুক্তির পরপরই কলকাতার এক নেতাজী গবেষক ছবিটির বিরুদ্ধে আইনী নোটিস পাঠিয়েছেন সৃজিতকে। প্রয়োজনে এই ছবির মুক্তি আটকাতে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ছবি নিয়ে তাঁর আপত্তির কথা জানিয়েছেন অধ্যাপক সুগত বসুও।
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
গতকাল শহরে এক অনুষ্ঠানে মধুর সংবাদমাধ্যমকে বলেন, “সৃজিতের ছবি আমার ভালো লাগে। ‘গুমনামী’র পোস্টার আমার ভালো লেগেছে। আমরা ছোটবেলা থেকেই গুমনামী বাবার কাহিনী শুনে আসছি। ছবির বিষয় হিসেবে গুমনামী বাবার জীবন দুর্দান্ত। সেটা বড় পর্দায় আসছে শুনে ভালো লাগছে।”
‘গুমনামী’কে ঘিরে বিতর্কের ব্যাপারে মধুর বলেন, “যে কোনও ছবিকে একটা গল্প হিসেবেই বলতে দেওয়া উচিত। সেই ছবির বক্তব্য সমর্থনযোগ্য কি না সেটা দর্শকরা বুঝে নেবেন।”
আপাতত উত্তর প্রদেশের বালি মাফিয়া নিয়ে তাঁর নতুন ছবির চিত্রনাট্য লিখতে ব্যস্ত ‘ইন্দু সরকার’-এর পরিচালক।
পুজোয় মুক্তি পাওয়ার কথা ‘গুমনামী’র।