সিরিয়াল কিলিং থ্রিলারে অনিন্দ্য, জয়

RBN Web Desk: অপরাধজগৎ, তথা ক্রাইম নিয়ে থ্রিলারের এখন ছড়াছড়ি। কিন্তু সেই ক্রাইম যদি হয় সিরিয়াল কিলিং নিয়ে, তাহলে তাপ বাড়ে রহস্যের। ক্রাইম থ্রিলারপ্রেমী দর্শকদের জন্য আসতে চলেছে নবাগত পরিচালক সৌভিক দে-এর থ্রিলার ‘৬০-এর পর’।

ছবির কাহিনী শুরু হয় এক দম্পতিকে দিয়ে। সদ্য বিবাহিত এই যুগল সবেমাত্র সংসারধর্ম শুরু করেছে। একদিন স্ত্রীয়ের প্রসবযন্ত্রণা শুরু হতে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জন্মের সময় মৃত্যু হয় শিশুর। ব্যথা সহ্য করতে না পেরে মৃত্যু হয় স্ত্রীরও। এদিকে স্ত্রী-পুত্রকে হারিয়ে শোকে আত্মহত্যা করে ওই পরিবারের একমাত্র অবশিষ্ট সদস্য।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

এই ঘটনার তিন বছর পর শহরজুড়ে শুরু হয় পরপর খুন। রহস্যের কিনারা করতে পুলিশ ডিপার্টমেন্টের গলদঘর্ম অবস্থা হলে এক বেসরকারি গোয়েন্দার শরণাপন্ন হন খোদ কমিশনার। কী হয় তারপর? কে আছে এই খুনগুলোর নেপথ্যে? তার উত্তর থাকবে সৌভিকের ‘৬০-এর পর’-এ।




এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয় সেনগুপ্ত ও অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন অমিত শেঠি, রূপাঞ্জনা মিত্র, জয় বদলানি ও পুণ্য দর্শন।

শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *