পারিশ্রমিক বিতর্কে এবার ‘করুণাময়ী রাণী রাসমণি’ সহ আরও দুটি ধারাবাহিক
RBN Web Desk: বকেয়া পারিশ্রমিক বিতর্কে এবার নবতম সংযোজন ‘করুণাময়ী রাণী রাসমণি’। বেশ কয়েকটি ধারাবাহিক নিয়ে সম্প্রতি জটিলতার সৃষ্টি হয়েছে টালিগঞ্জে যার মধ্যে ‘জয় বাবা লোকনাথ’, ‘আমি সিরাজের বেগম’, ‘খনার বচন’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ও ‘প্রথম প্রতিশ্রুতি’ অন্যতম। এবার সেই তালিকায় যোগ হল প্রতি সপ্তাহেই টিআরপি তালিকার একেবারে ওপরের দিকে থাকা ‘করুণাময়ী রাণী রাসমণি’।
বকেয়া বেতন সংক্রান্ত ঝামেলায় ইতিমধ্যেই বন্ধ করে দিতে হয়েছে ‘প্রথম প্রতিশ্রুতি’ ও ‘আমি সিরাজের বেগম’। একই আশঙ্কা দেখা দিয়েছে আরও বেশ কয়েকটি ধারাবাহিক নিয়ে।
টেলিপাড়ায় অভিযোগ, ‘করুণাময়ী রাণী রাসমণি’র প্রযোজক সংস্থা বেশ কিছুদিন হল শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক মেটাচ্ছেন না। আরও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক প্রযোজনা করেন এই সংস্থা। বকেয়া পারিশ্রমিক নিয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে বৈঠকেও বসেছিল সংস্থাটি। কিন্তু কোনও রফাসূত্র বেরোয়নি বলে সূত্রের দাবী।
জঙ্গলে নামার নিষেধাজ্ঞা, এখনই আসছেন না কাকাবাবু
এর আগে এই সপ্তাহেই অবিলম্বে বকেয়া পারিশ্রমিক মেটানোর দাবীতে বন্ধ ছিল ‘দেবী চৌধুরাণী’ ও ‘মা মনসা’ ধারাবাহিকগুলির কাজ। টেকনিশিয়নদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা ছিল ১ জুন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না পাওয়ায় টেকনিশিয়নরা ক্ষোভ প্রকাশ করেন এবং কাজ বন্ধ করে দেন।