অনেকদিনের বন্ধু চলে গেল: সৌমিত্র
RBN Web Desk: তাঁর অনেকদিনের বন্ধু চলে গেল, একসময়ের সহশিল্পী রুমা গুহঠাকুরতার প্রয়াণে এমনটাই বললেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ ভোরে কলকাতার বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই অভিনেত্রী ও গায়িকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বরিষ্ঠ এই শিল্পীর প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক মহলে নেমে আসে শোকের ছায়া।
সংবাদমাধ্যমকে সৌমিত্র জানান, রুমার প্রয়াণে তিনি মর্মাহত। তিনি তাঁর সমবয়সী ছিলেন। বেশ কয়েকটা ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। তাঁরা দীর্ঘদিনের বন্ধু। রুমার মৃত্যুতে খুবই শোকাহত বোধ করছেন তিনি, জানালেন সৌমিত্র।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অভিযান’ (১৯৬২) ও ‘গণশত্রু’ (১৯৮৯) ছবিতে একসঙ্গে কাজ করেন রুমা ও সৌমিত্র। এছাড়া ‘জোড়াদীঘির চৌধুরী পরিবার’ (১৯৬৬) ছবিতেও একসঙ্গে দেখা গেছে তাঁদের।