টেলিভিশনে এবার পাহাড়ি মেয়ের জীবনগাথা

RBN Web Desk: ‘কাঞ্চি রে, কাঞ্চি রে, প্রীত মেরি সাঁচি; রুক যা না যা দিল তোড়কে’, কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের এই বিখ্যাত গান আজও মনে রেখেছে দর্শক। পাহাড়ের কোলে নায়ক-নায়িকার রোম্যান্সে নস্ট্যালজিক সকলেই। এতদিন পর ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির বিখ্যাত এই গানটির প্রসঙ্গ উঠে এল এক ধারাবাহিককে কেন্দ্র করে। চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে সম্পর্কের এক নতুন রূপকথা পাহাড়ের আঁকেবাঁকে পাড়ি জমাবে। এক পাহাড়ি মেয়ের জীবনগাথা ‘কাঞ্চি’ এবার আসছে টেলিভিশনের পর্দায়।

পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রামে জন্ম কাঞ্চির।  পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের খেলা দেখিয়ে মনোরঞ্জন করাই তার পেশা। অন্যদিকে বাড়ির অমতে ভিন্ন সম্প্রদায়ের মেয়ে পুনমকে বিয়ে করে সুখে সংসার করছে এ ধারাবাহিকের নায়ক আকাশ। এই বিয়ে আকাশের বাড়ির লোক প্রথমে মেনে না নিলেও আকাশ ও পুনমের দুই বছরের মেয়ে ঈশ্বরীকে দেখতে আকুল হয় তারা। আকাশের মা তাদের ডেকে পাঠালে তারা কলকাতা ফেরার মনস্থির করে। কিন্তু বিধি বাম। ফেরার সময় পাহাড়ি পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। সেইসময় আকাশ ও পুনমের সঙ্গে কাঞ্চির যোগাযোগ হওয়ায় ইশ্বরীকে কাঞ্চির কাছে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পুনম। খোঁজ পাওয়া যায় না আকাশেরও। দু বছরের এই শিশুকে নিয়ে কী করবে কাঞ্চি?

আরও পড়ুন: বামপন্থী ঝাণ্ডা কাঁধে দেব, গলা মেলালেন স্লোগানে

‘কাঞ্চি’র নামভূমিকায় অভিনয় করছেন কথাকলি চক্রবর্তী। আকাশের ভূমিকায় দেখা যাবে ওমি মুখোপাধ্যায়কে। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন সৌমী পাল, আরাধ্যা বিশ্বাস, তুলিকা বসু, ভরত কল, ভাস্বর চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত, তনুশ্রী ঘোষ, সায়ক চক্রবর্তী এ আয়েশা ভট্টাচার্য। ধারাবাহিকটি পরিচালনা করছেন মনীষ ঘোষ।

আগামীকাল থেকে সোম থেকে শনি রাত ৮টায় আকাশ আটের পর্দায় সম্প্রচারিত হবে ‘কাঞ্চি’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *