সলমনের বদলে ‘প্রেম’ কার্তিক?
RBN Web Desk: সূরজ বরজাতিয়ার ছবিতে প্রেম নামক কোনও চরিত্র থাকা মানেই সলমন খানের (Salman Khan) সে ভূমিকায় অভিনয় মোটামুটি পাকা। সূরজ পরিচালিত একাধিক ছবিতে এই নামের চরিত্রে দেখা গেছে সলমনকে। এবার হয়তো তা বদলাতে চলেছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সূরজের নতুন ছবিতে প্রেম হতে চলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। পরিচালক কয়েকদিন আগে সলমনের সঙ্গে ‘প্রেম কি শাদি’ ছবিটি ঘোষণা করেছিলেন। তবে সলমন নাকি এই ছবিতে কাজ করতে চাননি। এরপর নির্মাতারা কার্তিকের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। তবে কার্তিক এখনও পাকাপাকিভাবে কিছু জানাননি।
আরও পড়ুন: ‘কত কবি মরে গেল চুপি-চুপি, একা-একা’
‘ভুল ভুলাইয়া ২’-এ অক্ষয় কুমারের জায়গা দখল করেছিলেন কার্তিক। এবার কি সলমনকে সরিয়ে তাঁর জায়গা দখল করতে চলেছেন তিনি?