কালিকাপুরের খণ্ডহরে কাজল, রণিত, ইন্দ্রনীল
RBN Web Desk: কালিকাপুরের এক পরিত্যক্ত রাজবাড়িতে শুটিং করতে এলেন কাজল, রণিত রায় ও ইন্দ্রনীল সেনগুপ্ত। গতকাল মুম্বই থেকে কলকাতায় আসেন কাজল ও রণিত। গতকালই বোলপুরের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। আজ থেকে শান্তিনিকেতনে সোনাঝুরির হাট-সহ বেশ কয়েকটি জায়গায় হবে শুটিং।
বিশাল ফুরিয়ার হরর-থ্রিলার ‘মা’ ছবিতে কাজ করতে বোলপুর গিয়েছেন কাজল। ছবির একটা বড় অংশের শুটিং হবে পানাগড়ের কাছে আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িতে। উল্লেখ্য ১৯৮৪ সালে মৃণাল সেন পরিচালিত ‘খণ্ডহর’ ছবির একটা বড় অংশের শুটিং হয়েছিল এ বাড়িতে। সে সময় এ বাড়িতে এসেছিলেন নাসিরুদ্দিন শাহ, শবানা আজ়মি, পঙ্কজ কপূরের মতো শিল্পীরা। এছাড়াও বহু বাংলা ছবির শুটিং হয়েছে এ বাড়িতে।
আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু
শোনা যাচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত বোলপুরে হবে ছবির শুটিং। এরপর শুরু হবে কলকাতা পর্বের কাজ।
ছবি: RBN আর্কাইভ