চোট, বন্ধ কোয়েলের ছবির শুটিং
RBN Web Desk: শুটিং করতে গিয়ে চোট পেলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। তাঁর ডান হাতে প্লাস্টার করতে হয়েছে। গতকাল রাতে কলকতায় শুটিং করা গিয়ে হাতে চোট পান তিনি। তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে করার পর হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। তাঁর হাতে প্লাস্টার করতে হয়েছে। আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে।
অরিন্দম শীলের ‘একটি খুনির সন্ধানে মিতিন’ (Ekti Khunir Sondhane Mitin) ছবির শুটিং করছিলেন কোয়েল। এটি মিতিন মাসি সিরিজ়ের তৃতীয় ছবি। নেপালগঞ্জ এলাকায় একটি অ্যাকশন দৃশ্য শুট করার সময় কোয়েল চোট পান বলে জানা গেছে।
আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু
গতরাতে দু’বার চোট লাগে কোয়েলের। সহ-অভিনেতার লাথি প্রথমে তাঁর কব্জিতে লাগে। আঘাত পেয়ে বসে পড়েন অভিনেত্রী। পরে দ্বিতীয়বার টেক করার সময় একই জায়গায় তিনি আবারও চোট পান।
ছবির শুটিং আপাতত বন্ধ আছে।