আজ থেকে পথচলা শুরু ‘কাদম্বিনী’র
RBN Web Desk: দেশের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবনী এবার আসছে টেলিভিশনের পর্দায়। ভারতের প্রথম মহিলা চিকিৎসক হিসেবে তার নাম অনেকেরই জানা। কিন্তু সেসময় দাঁড়িয়ে একজন মেয়ে হয়েও দৃপ্ত পদক্ষেপে, অসম্ভবের বেড়া টপকে কীভাবে তিনি তাঁর জীবনযুদ্ধে জয়ী হন সে কাহিনী হয়ত অনেকেই জানে না। তাই সেই অনমনীয় মহিলার জীবনী নিয়েই মুক্তি পেতে চলেছে এই ধারাবাহিক।
একবার বঙ্গবাসী পত্রিকাতে একটি কার্টুন প্রকাশিত হয় যেখানে দেখানো হয়েছিল কাদম্বিনী তাঁর স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের নাকে দড়ি বেঁধে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন। নীচে লেখা ছিল কাদম্বিনীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য। কিন্তু এসব কিছুই দমিয়ে রাখতে পারেনি কাদম্বিনীকে। বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেন্দ্রলাল পালের এইরূপ অসভ্যতার কারণে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ জানান কাদম্বিনী-দ্বারকানাথ। আইনের বিচারে মহেন্দ্রলালের ছ’মাসের জেল এবং একশো টাকা জরিমানা হয়।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
এই ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন কাদম্বিনী ঊষসী রায়। দ্বারকানাথের চরিত্রে দেখা যাবে মনোজ ওঝাকে।
আজ রাত ৮.৩০ থেকে পথচলা শুরু হবে ‘কাদম্বিনী’র।