শুধুই হাসপাতাল নয়, চলবে পারিবারিক ট্র্যাকও
RBN Web Desk: গতকাল থেকে একটি জনপ্রিয় বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে শুর হয়েছে নতুন মেগা-ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’। ২০০৮-০৯ সালে একই নামের একটি ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। সেই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র উজান ও হিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষি কৌশিক ও অপরাজিতা ঘোষ দাস। এবারের ‘এখানে আকাশ নীল’-এ এই দুই চরিত্রে দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায় এবং অনামিকা চক্রবর্তীকে।
আগের ধারাবাহিকটির মতো এবারও উজান একজন নামী হৃদরোগ বিশেষজ্ঞ। তবে কিছুটা বদল আনা হয়েছে হিয়ার চরিত্রে। নতুন ধারাবাহিকটিতে পাহাড় থেকে ডাক্তারি পড়তে আসা, এক প্রাণোচ্ছ্বল মেয়ে হিসেবে দেখা যাবে হিয়াকে।
গল্পের মূল কাঠামো এক থাকলেও এবার ‘এখানে আকাশ নীল’-এ হাসপাতালের ট্র্যাকের পাশাপাশি চলবে উজান ও হিয়ার পারিবারিক ট্র্যাকও । ২০০৮-এর ধারাবাহিকটি মূলত হাসপাতাল কেন্দ্রিক ছিল। পরের দিকে ধারাবাহিকটিতে উজানের পারিবারিক ট্র্যাক যোগ করা হয়।
আরও পড়ুন: মানুষ জানেন আমি কোনও রাজনীতির মধ্যে থাকি না: শিবপ্রসাদ
এর আগে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজ-উদ-দৌল্লার চরিত্রে অভিনয় করেছিলেন শন। অন্য দিকে তিন বছর পর আবার টেলিভিশনে ফিরছেন অনামিকা। ‘রাজযোটক’ ও ‘ফুলমণি’ ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
‘এখানে আকাশ নীল’-এর অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চাঁদনি সাহা, কৌশিক চক্রবর্তী, সুদীপা বসু, সুজাতা দাঁ, অদিতি মুখোপাধ্যায়, কন্যাকুমারী মুখোপাধ্যায় ও সুদীপ সরকার।