অডিশনের নামে প্রচুর লোক ডাকা চলবে না: মমতা
RBN Web Desk: লকডাউন উঠে যাওয়ায় বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে কাজ চালু হলেও এখনও পর্যন্ত শুরু হয়নি কোনও রিয়্যালিটি শো-এর কাজ। আজ নবান্নে চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিং করার পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংগঠনের প্রতিনিধিদের তিনি জানান, চাইলে দর্শক ছাড়া রিয়্যালিটি শো করা যেতে পারে। তবে অডিশনের নামে প্রচুর লোক ডাকা চলবে না। ক্যামেরার কায়দায় দর্শক সংখ্যা বাড়ানো বা কমানোর কথা বলেন তিনি। রিয়্যালিটি শো-এ যোগদানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র অনলাইনে জমা নেওয়ার কথা বলেন মমতা। এক্ষেত্রে প্রয়োজন হলে ভিডিও কনফারেন্সিংও করা যেতে পারে।
আরও পড়ুন: খেতে আসছেন না রবীন্দ্রনাথ, নতুন থ্রিলারে সৃজিত
বৈঠকে কেউ-কেউ রিয়্যালিটি শো-এর ক্ষেত্রে সেটে বেশি সংখ্যক কলাকুশলী ও টেকনিশিয়ন রাখার দাবি জানান। সেই দাবি খারিজ করে দিয়ে মমতা জানান আপাতত কোনওভাবেই ৩৫ জনের বেশি মানুষকে সেটে রাখা যাবে না।