৩৭ বছর পর ফের সাংবাদিক গৌতম ঘোষ, মুক্তি পেল ছবির ট্রেলার
RBN Web Desk: বাইক চেপে দাপিয়ে বেড়াতেন গোটা শহর। সংবাদ সংগ্রহে খামতি ছিল না এতটুকু। সেই কাজ করতে গিয়েই একদিন ময়দানের ধারে খুন হয়ে যান তিনি, আপাতদৃষ্টিতে যদিও সেটা বাইক দুর্ঘটনা বলেই চালানো হয়েছিল।
১৯৮২ সালে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর ‘গৃহযুদ্ধ’ ছবিতে অকুতোভয় সাংবাদিক সন্দীপনের চরিত্রে অভিনয় করেছিলেন গৌতম ঘোষ। ঠিক ৩৭ বছর পর পরিচালক প্রতিম ডি গুপ্তর পরবর্তী ছবি ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’তে আবার এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘সেন্টিনেল’ নামক একটি সংবাদপত্রের সম্পাদকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
প্রতিমের নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও পাওলি দাম। সাংবাদিক শান্তিলালের ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক, পাওলিকে দেখা যাবে এক জনপ্রিয় চিত্রতারকার চরিত্রে। এছাড়াও থাকছেন শঙ্কর চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায় ও অম্বরীশ ভট্টাচার্য। ছবির সঙ্গীত হেঁসেল সামলেছেন অর্কপ্রভ মুখোপাধ্যায়।
১৫ আগস্ট মুক্তি পাবে ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’।