টেলিভিশনে ইন্দ্রাণী দত্ত, কীভাবে এগোবে গল্প?
RBN Web Desk: আটের দশকের শেষদিকে অভিনয় জগতে পা রাখেন ইন্দ্রাণী দত্ত। নয়ের দশক জুড়ে একচেটিয়া অভিনয় করেছেন ‘পাপী’, ‘তুফান’, ‘ক্রোধী’, ‘সেদিন চৈত্রমাস’, ‘মাস্টার মশাই’-এর মতো একাধিক সফল বাংলা ছবিতে। টেলিফিল্মের মাধ্যমে জনপ্ৰিয় হয়েছেন ছোটপর্দাতেও। এই প্রথম বাংলা ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ‘জীবনসাথী’ ধারাবাহিকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি।
অন্যান্য বছর পুজোর আগে দেশ-বিদেশে নৃত্যানুষ্ঠান করতে যেতেন ইন্দ্রাণী। করোনা অতিমারির আবহে এই বছর তা অসম্ভব। তাই এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুনভাবে অভিনয় জীবন শুরু করলেন ইন্দ্রাণী।
কীভাবে এগোবে ‘জীবনসাথী’র গল্প?
এক অভিজাত বস্ত্র বিপণনীর মালকিন সালঙ্কারার চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী। রূপে লক্ষ্মী ঝিলম এবং গুনে স্বরস্বতী প্রিয়ম দুই বোন। দেখতে তেমন সুন্দরী না হলেও শাড়ি, সেলাই সম্পর্কে প্রিয়মের অগাধ জ্ঞান। এমনকি একবার সালঙ্কারার দোকানে গিয়ে তার সঙ্গে প্রিয়মের কথা কাটাকাটিও হয়। এহেন পরিস্থিতিতে ঝিলমের সঙ্গে সালঙ্কারার ছেলে তূর্নর বিয়ে ঠিক হয়। কিন্তু ঝিলম বিয়ে করে তার ভালোবাসার মানুষটিকে আর অন্যদিকে ভাগ্যের পরিহাসে তূর্নর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় প্রিয়ম।
প্রিয়মের সঙ্গে বিয়ে হলেও তূর্ন ঝিলমকে ভুলতে পারে না। এখান থেকেই শুরু হয় এক নতুন গল্প। দেখতে ভালো না হওয়ার কারণে প্রিয়মের গুনগুলিও যেন ধীরে-ধীরে তার শ্বশুরবাড়িতে চাপা পড়ে যেতে থাকে। এরই মধ্যে একদিন তূর্নর হাত ধরে ফিরে আসে বিধবা ঝিলম। প্রিয়ম কি পারবে নিজের প্রতিভাকে প্রমাণ করতে? সব বাধা বিপত্তি কাটিয়ে তূর্নর ভালোবাসা জয় করতে?
আরও পড়ুন: পুজোয় হারিয়ে যাওয়ার গান নিয়ে আসছেন রূপঙ্কর
ইন্দ্রাণী ছাড়াও স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত এই ধারাবাহিকে অভিনয় করছেন শ্রাবণী ভূঁইঞা ও পল্লবী শর্মা। প্রাথমিকভাবে খলচরিত্র মনে হলেও ইন্দ্রাণী জানালেন যে তাঁর অভিনীত চরিত্রটির মধ্যে একাধিক স্তর রয়েছে যা সময়ের সঙ্গে-সঙ্গে উন্মোচিত হবে।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশেষে’র পরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন ইন্দ্রাণী। আপাতত তিনি পরিচালকদ্বয়ের ‘বেলাশুরু’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন।
৫ অক্টোবর রাত ৮টা থেকে জি় বাংলার দেখা পর্দায় সম্প্রচারিত হবে ‘জীবনসাথী’।