দশ ঘন্টার অন্তিম পর্বে শানু-অভিজিৎ হাতাহাতি
RBN Web Desk: করোনা পরিস্থিতির মধ্যে নানান প্রতিকূলতা কাটিয়ে অবশেষে ফাইনালের দোরগোড়ায় ‘সুপার সিঙ্গার’। অতিমারীর কারণে লকডাউন পর্বে বাড়ি থেকে শুটিং করে অডিশন নেওয়া হয়েছিল। শেষের ধাপে এসে স্টুডিওতে শুট করা হয়। সেই দীর্ঘ প্রতিযোগিতার পর আসতে চলেছে দশ ঘন্টাব্যাপী অন্তিম পর্ব ‘সুপার সিঙ্গার সুপার ফিনালে’। শেষ পর্বে থাকছে প্রচুর চমক, তারকা অতিথি ও বিচারকদের পারফরম্যান্স, তর্ক বিতর্ক আলোচনা, মায় কিছুটা ঝগড়া এবং হাতাহাতিও।
ফাইনাল পর্বে লড়াই করবেন ছয় প্রতিযোগী। বিচারক হিসেবে থাকবেন অভিজিৎ ভট্টাচার্য, কুমার শানু, সোনু নিগম, সুখবিন্দর সিং, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী এবং শান। এছাড়াও অতিথি হয়ে আসবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কোয়েল মল্লিক, অনুপম রায়, শিলাজিৎ মজুমদার, অঙ্কুশ হাজরা, অপরাজিতা আঢ্য ও রজতাভ দত্ত।
তবে ফাইনালের মূল প্রতিযোগিতা পর্বে বিচারকদের মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা যায়। সেখানেই বিচারক কুমার শানু ও অভিজিতের মধ্যে কথা কাটাকাটি দিয়ে শুরু করে পরিস্থিতি হাতাহাতির দিকে গড়ায়। তবে অভিজিতের বক্তব্য এ ব্যাপারে শান ও সোনু নিগমের যথেষ্ট প্ররোচনা ছিল। ব্যাপারটা কিছুটা বাকি বিচারকদের মস্তিষ্কপ্রসূত বলেও মনে করেন তিনি। তবে সব ভালো যার শেষ ভালোর মতো সঞ্চালক ও অন্যান্য বিচারকদের হস্তক্ষেপে মজার মাধ্যমেই ঝগড়া মিটে গিয়ে মধুরেন সমাপয়েৎ হয়। এই ঘটনা অন্তিম পর্বে দেখা যাবে।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
এছাড়াও থাকবে শানুর গলায় কিশোর কুমারের বিখ্যাত গানের সঙ্গে প্রসেনজিতের নাচ, দেব-কোয়েলের যুগ্ম পারফরম্যান্স, শান ও তন্ময় বসুর যুগলবন্দী, আশা ভোঁসলে ও মান্না দে’র গানে অভিজিৎ ও সোনুর পারফরম্যান্স, রূপঙ্করের গলায় জীবনমুখী গান, অনুপম-শিলাজিতের ডুয়েট, ও সুখবিন্দরের গান।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন যীশু সেনগুপ্ত।
আগামীকাল দুপুর ১টা থেকে স্টার জলসায় দেখা যাবে ‘সুপার সিঙ্গার সুপার ফিনালে’।