পুজোয় হারিয়ে যাওয়ার গান নিয়ে আসছেন রূপঙ্কর
RBN Web Desk: দীর্ঘদিন লকডাউনের পর যদিও আনলক পর্ব শুরু হয়েছে, তবু করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে লাফিয়ে-লাফিয়ে বেড়ে চলেছে, তাতে প্রয়োজনটুকু ছাড়া বাড়ি থেকে বেরনোই দায়। স্যানিটাইজ়েশন, গার্গল করা থেকে শুরু করে আয়ুর্বেদিক চা আর হাজার রকম ভিটামিন খেতে-খেতে মানুষ নাজেহাল। সুযোগ পেলেই যেন একছুটে কোনও এক নির্জন, কুয়াশাভেজা, মোরাম বিছানো অজানা পথে হারিয়ে যেতে ইচ্ছে করে।
তাই মনে-মনে হারিয়ে যেতে এবার পুজোয় তাঁর নতুন গান ‘চলো হারাই’ নিয়ে আসছেন রূপঙ্কর বাগচী। গানটি লিখেছেন সুদীপ্ত চন্দ, সুর করেছেন অরুণাভ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
“অনেকদিন পর একটা অন্য রকমের গান গাইলাম। গানটা শুনতে-শুনতে মনে-মনে ঘুরে আসা যায়। সুদীপ্তর লেখা প্রথম গান। ওঁর সঙ্গে অনেক কাজ করলেও গান এই প্রথম। খুব ভালো সুর এবং সঙ্গীতায়োজন করেছে অরুণাভ। আশা করি এই ভ্রমণসঙ্গীত সবার ভালো লাগবে,” বললেন রূপঙ্কর।
সুদীপ্ত জানালেন, “এটা আমাদের প্রথম পুজোর গান। যাঁরা পাহাড়ে যেতে ভালোবাসে, এই গানে তারা সেখানে ঘুরতে যাওয়ার আমেজ পাবেন।”
১৩ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘চলো হারাই’।