প্রবাসী বাঙালির ঘরে ফেরার গল্প
RBN Web Desk: প্রতিবছর মা দুর্গার পুজোয় মেতে ওঠে সারা পৃথিবীর বাঙালি। প্রবাসীদের অনেকেরই ঘরে ফেরার সময় এই বচ্ছরকার দিনেই। কেউ হয়তো ফেরে বহু বছর পরে, অতীতকে আবার ফিরে দেখার আশায়। এই দুর্গা পুজোকে কেন্দ্র করেই আসছে পরিচালক সঞ্জয় দাসের আগামী ছবি ‘অনন্য শারদীয়া’। অভিনয়ে রয়েছেন অভিষেক সিং, রূপসা মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, পার্থসারথি দেব, চন্দ্রানী দাস, মৌমিতা বসু, চৈতালি চক্রবর্তী, গৌতম চক্রবর্তী, ইন্দ্রনীল গুহ চৌধুরী, তপতী মুনশী ও তিয়াশা সাহা।
ছবির গল্প প্রবাসী সমরেশের ঘরে ফেরাকে নিয়ে। সমরেশ ও তার স্ত্রী কৃষ্ণা প্রবাসী বাঙালি। বহু বছর বাদে দুর্গাপুজো উপলক্ষে তারা ঘরে ফেরে। সঙ্গে মেয়ে তাতান। এত বছর পর বাড়ি এসে দাদা শৈলেশের মুখ থেকে সমরেশ জানতে পারে তাদের মা মারা গেছেন। বাড়িতে এখন শুধু শৈলেশ ও এক পিসি থাকেন। পুরনো বাড়িতে এসে সমরেশের স্মৃতিতে ছোটবেলার নানা কথা ফিরে-ফিরে আসে।
আরও পড়ুন: সেরা ছবি ‘পথের পাঁচালী’
এদিকে সমরেশদের প্রতি শৈলেশের খারাপ ব্যবহার দিন-দিন মাত্রা ছাড়াতে থাকে। হঠাৎই একদিন পুলিশের হাতে গ্রেফতার হয় শৈলেশ ও সেই পিসি। সমরেশের মা কি সত্যিই মৃত? নাকি তিনি বেঁচে আছেন?
ছবি প্রসঙ্গে সঞ্জয় জানালেন, “‘অনন্য শারদীয়া’ বাংলা ও বাঙালির কথা বলে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তার সঙ্গেই জুড়ে আছে বাঙালির একান্নবর্তী পরিবারের ধারণাও। আমার মনে হয় ছবির ভাবনাটা দর্শকদের ছুঁয়ে যাবে।”
ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন রাঘব চট্টোপাধ্যায়। সম্পাদনা করবেন এস শেখর।