একেন এবার রাজস্থানে
RBN Web Desk: ইতিমধ্যেই ওয়েব সিরিজ় থেকে বড়পর্দায় এসেছেন একেনবাবু। দার্জিলিংয়ের জমজমাট পর্ব কাটিয়ে একেন এবার চলেছেন রাজস্থানে। এবারও তার সঙ্গী প্রমথ ও বাপি। আজ প্রকাশ্যে এল ছবির নাম ও পোস্টার। নতুন ছবির নাম ‘দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান’। জটায়ুর সেই বিখ্যাত নামের অ্যালিটারেশন (অনুপ্রাস) রয়েছে এই ছবির নামকরণে। এবারও পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। একেনবাবুর চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। বাপি ও প্রমথর চরিত্রে থাকছেন সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ।
জলসলমেরের এক মিউজ়িয়ম থেকে হঠাৎ করেই চুরি হয়ে যায় এক ঐতিহাসিক মূর্তি। সেই মূর্তি চুরির রহস্য উদঘাটনের কাজেই নেমে পড়েন একেনবাবু, বাপি ও প্রমথ।
‘একেনবাবু’ ওয়েব সিরিজ় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়া গতবছর বড়পর্দার বাপি ও প্রমথর চরিত্রে অভিনেতা বদল হলেও একেনবাবুর জনপ্রিয়তায় বিন্দুমাত্র প্রভাব পড়েনি। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণে চরিত্রে দেখা যাবে রজতাভ দত্ত, রাজেশ শর্মা, সুব্রত দত্ত ও সুদীপ মুখোপাধ্যায়কে। একটি বিশেষ চরিত্রে থাকছেন সন্দীপ্তা সেন।
আরও পড়ুন: এ বছরেই ফের চলচ্চিত্র উৎসব
ডিসেম্বরের শুরুতেই জয়সলমের ও যোধপুরে শুরু হতে চলছে ছবির শুটিং। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রম্যদীপ সাহা। আবহ সঙ্গীতের দায়িত্বে থাকবেন ‘বল্লভপুরের রূপকথা’ খ্যাত শুভদীপ গুহ।
আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে ‘দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান’।
ছবি: গার্গী মজুমদার