বয়সের ব্যবধান সিকি শতক, কেমন হবে ‘ম্যারেজ অ্যানিভার্সারি’?

RBN Web Desk: সম্পর্ক বহুমাত্রিক। বিশেষত বৈবাহিক সম্পর্ক। সামাজিকতা রক্ষা করতে প্রায় সকলেই সুস্থ, সুন্দর ও স্বাভাবিক সম্পর্কের ছবি দেওয়ালে টাঙিয়ে কাটিয়ে দেয় গোটা জীবন। সত্যিই কি সব দাম্পত্য সুস্থ বা স্বাভাবিক হয়? এমনই এক সাজানো সম্পর্কের ছবি পারমিতা মুন্সীর ‘ম্যারেজ অ্যানিভার্সারি’। অভিনয়ে রয়েছেন দেবলীনা দত্ত, সুজন মুখোপাধ্যায়, রতন ঝাওয়ার, ইন্দ্রানী ঘোষ, সুজয় বিশ্বাস ও পাপিয়া রাও। সম্প্রতি ছবির পোস্টার প্রকাশে হাজির ছিলেন পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। 

ছবির গল্প এক অসমবয়সী দম্পতির। অরুণাভ ও বিপাশার মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকলেও দুজনের বয়সের ব্যবধান অনেকটাই। একদিন অনাথ বিপাশাকে বিয়ে করে তাকে আশ্রয় দিয়েছিল তার চেয়ে পঁচিশ বছরের বড় অরুণাভ। যদিও বাইরে থেকে দেখলে তাদের সুখী দম্পতি বলেই মনে হয়, তবু এই সাজানো দাম্পত্যের ভেতর লুকোনো আছে বেশ কিছু অজানা গল্প। তাদের ২৫তম বিবাহবার্ষিকীর আনন্দসন্ধ্যায় আচমকাই ঘটে যায় এমন কিছু ঘটনা যা এতদিনের সব হিসেব নিকেষ পাল্টে দেয়। 

বয়সের ব্যবধান

টিম ‘ম্যারেজ অ্যানিভার্সারি’

ছবি সম্পর্কে বলতে গিয়ে পারমিতা জানালেন, “এই গল্প নারীদের প্রতি হওয়া ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে। সহ্য করতে-করতে একটা সময় মানুষ চরম সীমায় পৌঁছে যায়। বহু দম্পতি আছেন যাঁদের বাইরে থেকে দেখলে মনে হয় তাঁরা খুব সুখী। আসলে হয়তো সম্পর্কের গভীরে রয়েছে কোনও অন্য গল্প। এই ছবিও তেমনই। সে গল্পের পরিণতি জানতে হলে দর্শককে ছবিটা দেখতে হবে।”

আরও পড়ুন: সম্পর্ক অস্বীকার জ়িনতের

ছবির কাহিনী লিখেছেন পারমিতা নিজে। চিত্রগ্রহণে রয়েছেন জয়দীপ বসু, শিল্প নির্দেশনায় সুদীপ ভট্টাচার্য। ছবি সম্পাদনা করবেন অরিজিৎ বসু। মুক্তির আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠানো হবে বলে জানা গেল।

পরবর্তীকালে ফ্লিকসবাগ ওটিটিতে মুক্তি পাবে ‘ম্যারেজ অ্যানিভার্সারি’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *