উৎসবে সৌমিত্র স্মরণ, প্রথম ছবি ‘অপুর সংসার’

কলকাতা: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই তাঁর অভিনীত প্রথম ছবি ‘অপুর সংসার’ দিয়েই শুরু হতে চলেছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা হলো উৎসবের স্থায়ী লোগো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাওলি দাম, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, উৎসবের প্রধান উপদেষ্টা অরূপ বিশ্বাস, সহসভাপতি রাজ চক্রবর্তী ও অন্যান্যরা।

গত বছর নভেম্বরে এই উৎসব হওয়ার কথা থাকলেও, করোনার কারণে তা পিছিয়ে ২০২১-এর জানুয়ারিতে করার সিদ্ধান্ত নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনা অতিমারীর কথা মাথায় রেখেই এবারে কাটছাঁট হতে চলেছে উৎসবে। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তারকাদের উপস্থিতিতে চেনা আড়ম্বর এবার দেখা যাবে না। আতিমারীর কথা মাথায় রেখে উদ্বোধনী অনুষ্ঠান হবে ভার্চুয়াল। নবান্ন সভাগৃহে এই উৎসবের সূচনা করবেন মমতা।

‘অপুর সংসার’ ছাড়াও সৌমিত্র অভিনীত আরও আটটি ছবি দেখানো হবে উৎসবে। এবারে ১,১৭০টি বিভিন্ন ধারার ছবি থেকে ৮১টি ফিচার ছবি, ৫০টি ডকুমেন্টারি ও স্বল্পদৈর্ঘ্যের ছবি ও ৪৫টি অন্যান্য ভাষার ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জিয়া জাংখু পরিচালিত ‘সুইমিং আউট টিল দ্য সি টার্নস ব্লু’, বাবা আজ়মির ‘মী রকসম’, ও অভিরূপ বসুর ‘লালী’। এছাড়াও থাকছে সাতটি পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি ও ১৬টি সমসাময়িক আন্তর্জাতিক ছবি।

আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের

এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি। ‘ভারতীয় মূলধারার চলচ্চিত্রে সামাজিক দায়বদ্ধতা’কে বিষয় করে এবারের আলোচনা সভায় বক্তব্য রাখবেন ‘আর্টিকল ১৫’ ও ‘মুলক’ খ্যাত পরিচালক অনুভব সিনহা।

সৌমিত্র ছাড়াও এবারের উৎসবে ফেদেরিকো সোলানাস, কিম কি-ডো, বাসু চট্টোপাধ্যায়, ঋষি কাপুর, ইরফান খান, তাপস পাল, অমলা শঙ্কর ও সন্তু মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। শতবর্ষীয় শ্রদ্ধাজ্ঞাপন করা হবে ফেদেরিকো ফেলিনি, এরিক রোহমার, রবিশঙ্কর, হেমন্ত মুখোপাধ্যায় ও ভানু বন্দ্যোপাধ্যায়কে। ভানু অভিনীত একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং একটি তথ্যচিত্রও দেখানো হবে। 




এবারে পুরস্কারমূল্যেও থাকছে চমক। সেরা চলচ্চিত্র পাবে ‘রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি’ সহ ₹৫১ লক্ষ।

ভার্চুয়াল উদ্বোধনের পাশাপাশি হলের সংখ্যাও এবার কমছে। যে সব মাল্টিপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহে এই উৎসবের ছবি দেখনো হতো, সেগুলি এবার থাকছে না। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, কলকাতা ইনফরমেশন সেন্টার এবং চলচ্চিত্র শতবর্ষ ভবন, এই ছ’টি প্রেক্ষাগৃহে দেখা যাবে উৎসবের ছবি। সামাজিক দূরত্ব মেনেই প্রেক্ষাগৃহে বসার ব্যবস্থা করা হবে। করোনা মহামারির কারণে এবার ‘পাড়ায় পাড়ায় সিনেমা’ কর্মসূচিও বাতিল করা হয়েছে ।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম মিউজ়িক পরিচালনা করেছেন ইন্দ্রনীল সেন।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *