সামান্য উন্নতি লতার

RBN Web Desk: আগের থেকে ভালো আছেন লতা মঙ্গেশকর। করোনায় আক্রান্ত লতাকে ১১ জানুয়ারি মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়। উপসর্গ সামান্য থাকলেও স্বাস্থ্য পরীক্ষায় নিউমোনিয়ার উপস্থিতি পাওয়া যায়। ২৮ সেপ্টেম্বর ৯২ বছরে পা দিয়েছেন কিংবদন্তী এই সঙ্গীতশিল্পী।

লতার ভাগ্নি রচনা শাহ আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবে এখনও তাঁকে আইসিইউতেই রাখা হবে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিক্যাল বোর্ডের সদস্য প্রতীত সমদানি।

আরও পড়ুন: বিলুপ্তির পথে টোটো, ঢাকায় রাজাদিত্যর নতুন তথ্যচিত্র

এর আগে ২০১৯ সালের নভেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন লতা। সুস্থ হয়ে ২৮ দিন পর বাড়ি ফিরেছিলেন।

লতার বোন উষা মঙ্গেশকর এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁরা হাসপাতালে তাঁকে দেখতে যেতে পারেননি। তবে চিকিৎসকরা লতার শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন।   




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *