তবু তো আমরা করতে পেরেছি: মমতা

কলকাতা: শুরু হলো ২৬তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসব। বিশ্বজুড়ে করোনা অতিমারীর কারণে এবার উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে করা হয়। নবান্ন সভাগৃহ থেকে সরাসরি এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুভব সিনহা, গৌতম ঘোষ, দেব, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তীরা।

গত বছর নভেম্বরে উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে বাধ্য হয়ে সেই তারিখ পিছিয়ে জানুয়ারি করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাজ বলেন, “আয়তনে ছোট হলেও উৎসব আগের মতোই রয়েছে। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবনে এবারের ছবিগুলি দেখানোর ব্যবস্থা রয়েছে। কোভিডের কারণে অনলাইনে টিকিট কেটে ছবি দেখতে হবে। সকলে এসে ছবি দেখুন।” 

মুম্বই থেকে শাহরুখ খান সরাসরি সম্প্রচারে জানালেন “প্রতিবছর চলচ্চিত্র উৎসব শুরুর সময় আমি কলকাতায় থাকি। এবার অতিমারীর কারণে তা সম্ভব হলো না। তবে কলকাতাকে আমি আমার পরিবার বলেই মনে করি। খুব ইচ্ছে করছে কলকাতায় গিয়ে উৎসবে যোগ দিতে। আশা করব ২০২১ সাল আমাদের সকলের জন্য নতুন আলো বয়ে আনবে।”

আরও পড়ুন: সুরের স্মরণিকায় দেবজ্যোতির সৌমিত্র স্মরণ

মমতা তাঁর বক্তব্যে জানান, “অন্যবার মুম্বই থেকে অতিথিরা আসেন। এবার অনুষ্ঠান কী করে হবে তাই নিয়ে আমরা চিন্তায় ছিলাম। গত বছর থেকে এমন একটা সময় চলছে যখন বহু মানুষের কাজ বন্ধ হয়ে গেছে। একটা বছর এইভাবে আমরা চলেছি। তার মধ্যেও রাজের নেতৃত্বে আমাদের টিম এই উৎসবের ব্যবস্থা করতে পেরেছে। চলচ্চিত্র জগতের অনেক গুণী মানুষকে এ বছর আমরা হারিয়েছি। নানা অনুষ্ঠানের মাধ্যমে তাঁদেরকে আমরা স্মরণ করব। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করোনার কারণে সংগঠন করা সম্ভব হয়নি। তবু তো আমরা করতে পেরেছি। আমি সকলকে অনুরোধ করবো মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে ছবি দেখুন।” 

এবারের উৎসবে উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’।




অতিমারীর কথা মাথায় রেখে উৎসবের আড়ম্বরে এবার কাটছাঁট করা হয়েছে। কমানো হয়েছে প্রেক্ষাগৃহের সংখ্যাও। করোনা বিধি মেনেই প্রতিটি প্রেক্ষাগৃহে ছবি দেখানো হবে। সংক্রমণ এড়াতে টিকিট বুক করতে হবে অনলাইনে। 

এবার উৎসবে যাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করা হবে তাঁরা হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ফেদেরিকো সোলানাস, কিম কি-ডো, বাসু চট্টোপাধ্যায়, ঋষি কাপুর, ইরফান খান, তাপস পাল, অমলা শঙ্কর ও সন্তু মুখোপাধ্যায়। এছাড়া ফেদেরিকো ফেলিনি, এরিক রোহমার, রবিশঙ্কর, হেমন্ত মুখোপাধ্যায় ও ভানু বন্দ্যোপাধ্যায়কে তাঁদের জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাবে উৎসব কর্তৃপক্ষ। 

উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *