বড় পর্দায় ফিরছে সোনার কেল্লা, সঙ্গে একগুচ্ছ মেগাহিট বাংলা ছবি
RBN Web Desk: ধূ ধূ মরুভূমির এক প্রান্ত থেকে ছুটে আসছে ট্রেন। সেটা দেখতে পেয়ে ফেলু, তোপসে, জটায়ু উটের পিঠে চেপে শুরু করল দৌড়। কাছাকাছি পৌঁছতেই ফেলু পকেট থেকে সাদা রুমাল বার করে হাত নেড়ে ট্রেনে থামানোর ইশারা করল। কিন্তু ইশারাই সার। তিনমূর্তিকে অগ্রাহ্য করে কালো ধোঁয়া উড়িয়ে মিলিয়ে গেল ট্রেন। ফেলু দাঁতে দাঁত চিপে বলল, ‘শাবাশ।’
আর কোনও কারণ যদি নাও থাকে, শুধুমাত্র এই একটা দৃশ্যর জন্যই গোটা ছবিটা দেখে ফেলা যায় একাধিকবার। বড় পর্দায় এই দৃশ্য দেখার অনুভূতি একেবারেই অন্যরকম, ল্যাপটপ বা স্মার্টফোনে যা বোঝা যাবে না কখনওই। আজও ফেলুদার ছবি বলতে দর্শক সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ-ই বোঝে, আর ফেলু-তোপসে-জটায়ুর ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় ও সন্তোষ দত্ত-কে।
বিয়ের হাফ সেঞ্চুরি করলেন ভাস্বর
সেই কথা মাথায় রেখেই বড় পর্দায় আবার ফিরতে চলেছে সোনার কেল্লা। কলকতার স্টার থিয়েটার ও মেনকা সিনেমায় এক বেসরকারী সংস্থার উদ্যোগে সপ্তাহব্যাপী এক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে এই ছবি। ১৪ ও ১৫ সেপ্টেম্বর দেখানো হবে সোনার কেল্লা। সঙ্গে থাকছে সপ্তপদী, হীরক রাজার দেশে, হারানো সুর, শ্রীমাণ পৃথ্বীরাজ, বসন্ত বিলাপ, লালকুঠি, দাদার কীর্তি, সিনেমাওয়ালা ও বিসর্জন-এর মত জনপ্রিয় কয়েকটি ছবি। প্রত্যেকটি ছবিই দেখানো দুটি প্রেক্ষাগৃহে।