সাসপেন্স থ্রিলারে প্রিয়াঙ্কা, সাহেব, শ্রীলেখা
RBN Web Desk: ‘সোয়েটার’-এর পর এবার সাসপেন্স থ্রিলার বানাতে চলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। ‘ইনসাইড জব’ নামের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র। এছাড়াও থাকছেন রাজদীপ সরকার, রিমো ও শুভ্রনীল। এর মধ্যে শিলাদিত্যর পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘হৃৎপিণ্ড’ নির্মিত হয়েও লকডাউনের কারণে মুক্তি পায়নি। তবে তার আগের দুটি ছবিই রোমান্টিক ঘরানার ছিল। ‘ইনসাইড জব’ থ্রিলার ঘরানায় শিল্যাদিত্যর প্রথম ছবি।
এই ছবিতে সাইবার ক্রাইম বিষেশজ্ঞ এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন সাহেব। তিনি রেডিওবাংলানেট-কে জানালেন, “এটা সাইবার ক্রাইম থ্রিলার। এরকম চরিত্রে আগে কখনও কাজ করিনি। শ্রীলেখা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে রয়েছে। তবে এখানে কেউ কারোর বিপরীতে নয়।”
শিলাদিত্যর সঙ্গে কাজ করা সবসময়েই খুব ভালো একটা অভিজ্ঞতা বলে জানালেন সাহেব। এর আগে ‘হৃৎপিণ্ড’ ছবিতে শিলাদিত্যর পরিচালনায় কাজ করেছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
“গল্পটা এই সময়ে ঘটে যাওয়া অভিনব কিছু সাইবার ক্রাইম বিষয়ের ওপর,” বললেন সাহেব। “তবে কোনও সত্য ঘটনা অবলম্বনে নয় এটুকু বলতে পারি। একটা সাইবার ক্রাইম ঘটছে আর আমি সেটার মূলে পৌঁছবার চেষ্টা করছি। এরকম একটা গল্পে ক্লাইম্যাক্সটা দারুণ একটা জায়গায় ছাড়া হয়েছে। দর্শকদের কাছে একেবারে নতুন লাগবে।”
তিরিশ মিনিটের এই ছবির গল্প লিখেছেন জিৎ মজুমদার। চিত্রগ্রহণে থাকবেন সৌভিক বসু। সঙ্গীত পরিচালনা করছেন সৌম্য ঋত।
বিগ ব্যাং ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ইনসাইড জব’।