ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবিতে লোকনাথ, ঋতুপর্ণা, ঋত্বিক
RBN Web Desk: গত মাসে মুক্তি পেয়ে এখনও প্রেক্ষাগৃহে চলছে ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘নীহারিকা‘। এরই মাঝে তাঁর পরবর্তী ছবি ‘গাজনের ধুলোবালি’র ঘোষণা করলেন পরিচালক। ছবির কাহিনিকার ইন্দ্রাশিস নিজেই। অভিনয়ে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, লোকনাথ দে, শ্রেয়া সিংহ, দেবপ্রসাদ হালদার, শুভঙ্কর মোহন্ত, দীপক হালদার, অপূর্ব বার, উমা বন্দোপাধ্যায় ও আজ়িমগঞ্জ থিয়েটার গ্রুপের সদস্যরা।
প্রত্যন্ত গ্রামে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায় সাংবাদিক অরিন্দম। সেদিন বাড়ি ফেরার সময় পার হয়ে সারারাত কেটে গেলেও সে ফেরে না। তার স্ত্রী অমৃতা প্রথমে থানা-পুলিশ এবং পরে অফিসে খোঁজ করে অরিন্দমের সহকর্মী শ্রীতমার কথা জানতে পারে। শ্রীতমা অমৃতাকে নিয়ে যায় সেই গ্রামে যেখানে অরিন্দমকে শেষবার দেখা গিয়েছিল। ক্রমশ প্রকাশ পায় সেই এলাকার নির্মম সত্য। পুরো গ্রাম যার ভয়ে তটস্থ হয়ে থাকে সেই রাজেনের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে চলে এক মাষ্টারমশাইয়ের লড়াই।
আরও পড়ুন: ₹১৮ কোটি দাবি, বাদ অনিল
সমাজের এক বিচ্ছিন্ন অংশের রক্তক্ষয়ী সংগ্রামের কথা উঠে আসবে ইন্দ্রাশিসের আগামী ছবিতে।
ছবিতে সুরারোপ করবেন জয় সরকার। চিত্রনাট্য লিখেছেন লুব্ধক চট্টোপাধ্যায় ও ইন্দ্রাশিস। কিছুদিনের মধ্যেই শুরু ইন্দ্রাশিসের নতুন ছবির শ্যুটিং।