অগ্রিম বুকিং শেষ, সকাল ছ’টায় প্রথম শো
RBN Web Desk: পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে অরুণ কুমার ওরফে অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’। ঠিক ন’মাস পর আবারও বড়পর্দায় আসছেন শাহরুখ খান। জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও অস্ট্রেলিয়ায় টিকিটের চাহিদা তুঙ্গে। অগ্রিম বুকিং শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে বলে জানা গেছে। ভারতে অবশ্য এখনও অগ্রিম বুকিং শুরু হয়নি।
এদিকে সকাল ছ’টায় প্রথম শো পেল ‘জওয়ান’। সাধারণত কোনও প্রেক্ষাগৃহে দিনের প্রথম শো শুরু হয় সকাল ন’টায়। টিকিটের চাহিদা দেখে সকাল ছ’টা থেকে ‘জওয়ান’-এর শো রাখার সিদ্ধান্ত নিয়েছে মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ। ভারতের অন্যান্য শহরের প্রেক্ষাগৃহগুলিও একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জেন্টস পার্লারের দায়িত্বে মধুরিমা, সঙ্গী খরাজ
শাহরুখ ছাড়াও ‘জওয়ান’-এ অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি ও দীপিকা পাড়ুকোন।
করোনার ধাক্কায় ধুঁকতে থাকা সিনেমাশিল্পকে অক্সিজেন জুগিয়েছিল ‘পাঠান’। বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। আবারও শাহরুখের কাঁধে ভরসা রেখেই সুখের দিনের আশায় রয়েছে হলমালিকরা।