সিক্যুয়েলের পথে অজয়ও
RBN Web Desk: সিক্যুয়েলের পথে হাঁটছেন অজয় দেবগণও। ‘গদর ২’ বক্স অফিসে সফল হওয়ার পর থেকেই মুম্বইয়ে একের পর এক সিক্যুয়েলের ঘোষণা শুরু হয়েছে। আসছে ‘বর্ডার ২’ এবং ‘খলনায়ক ২’। এমনকী ‘গদর’-এর নায়ক সানি দিওল এই সিরিজ়ের তৃতীয় ছবি আনারও ইঙ্গিত দিয়েছেন।
তাই অজয়ই বা কেন পিছিয়ে থাকবেন! ২০১৯-এ মুক্তি পেয়েছিল আকিব আলি পরিচালিত ‘দে দে পেয়ার দে’। এই কমেডি ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছিলেন টাবু, রকুল প্রীত সিংহ ও জিমি শেরগিল। এই ছবিরই সিক্যুয়েল আসছে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন: অগ্রিম বুকিং শেষ, সকাল ছ’টায় প্রথম শো
তবে এই ছবির যে সিক্যুয়েল আসবে তা প্রত্যাশিতই ছিল। ‘দে দে পেয়ার দে’র শেষে সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন আকিব। এবারের ছবিটি অংশুল শর্মা পরিচালনা করবেন বলে জানা গিয়েছে।