তিন পদ রান্নায় নামছেন শিলাদিত্য, ইন্দ্রাশিস, অর্জুন
RBN Web Desk: সাধারণত একটি ছবির কাহিনী বলেন একজন পরিচালকই। তবে সেই ছবিতে যদি থাকে তিনটি গল্প, এবং সেই গল্পগুলি বলেন তিন ভিন্ন পরিচালক, সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হতো? সেই ভাবনা নিয়েই আসতে চলেছে নতুন ছবি ‘থ্রি কোর্স মিল’। এই ছবিতে তিনটি আলাদা খাবার নিয়ে রয়েছে তিনটি আলাদা কাহিনী। তিন পদ রান্নার পাচক হলেন ইন্দ্রাশিস আচার্য, শিলাদিত্য মৌলিক ও অর্জুন দত্ত। তিনটি ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন হিন্দি ছবির তিন পরিচিত মুখ।
তবে তিনটি ভিন্ন কাহিনী হলেও তাদের মূল থিম হলো খাবার। এই পরিচালক বিভিন্ন ঘরানার ছবি করলেও ‘থ্রি কোর্স মিল’-এড় সুর বাঁধা হবে ডার্ক ফ্যান্টাসি থ্রিলারে। এই প্রথম তাঁরা একত্রে কোনও ছবি বানাতে চলেছেন। কাজেই, তাঁদের প্রত্যেকের নিজস্ব স্টাইলের প্রভাব কীভাবে ছবিতে পড়ে সেটাই দেখার।
আরও পড়ুন: ‘মোহর’, ‘শ্রীময়ী’র পর এবার ‘সাঁঝের বাতি’
“কাজটা নিয়ে আমি খুবই উত্তেজিত কারণ বহুকাল ধরে এরকম একটি ছবি বানানোর ইচ্ছে ছিল। তবে এর আগে সম্পূর্ণ অন্য ঘরানার ছবি বানানোয় একটু ভয়ও লাগছে,” বললেন ইন্দ্রাশিস।
শিলাদিত্য মনে করেন প্রতিটা মানুষেরই একটা অন্ধকার দিক রয়েছে, এমনকি শিল্পীদেরও।
“তবে এই ছবিতে যেভাবে সেই অন্ধকার দিককে নিয়ে কাজ করা হয়েছে, আমার ধারণা সেরকম আগে কখনও হয়নি। তিনটি ছবি দেখে দর্শক চমকে যাবেন বলেই আমার বিশ্বাস,” বললেন শিলাদিত্য।
“খাবারের সঙ্গে অন্ধকার ব্যাপারটা একটা নতুনত্ব বটে। প্রথমবার এই ধরণের গবেষণামূলক কাজ করছি। ছবির যেখান থেকে আমার কাজ শুরু, সেখানকার কাহিনীতে বেশ কিছু লেয়ার রয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে,” বললেন অর্জুন।
শীঘ্রই শুরু হবে ‘থ্রি কোর্স মিল’-এর শুটিং।