গোলার মতো শট ছিল নগেন্দ্রপ্রসাদের: ধ্রুব
RBN Web Desk: প্রথম দুটি ছবিতে গুপ্তধন খোঁজাখুঁজি করে এবার গোলের সন্ধানে বেরোলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবলের বিস্মৃত জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে তাঁর পরের ছবি ‘গোলন্দাজ’-এর পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি। ছবির মুখ্য ভূমিকায় থাকছেন দেব।
কিন্তু ছবির নাম ‘গোলন্দাজ’ হলো কেন? “গোল শব্দটার থেকেই নামটা মাথায় আসে,” রেডিওবাংলানেট-কে জানালেন ধ্রুব। “আর একটা কারণ হিসেবে বলা যায়, গোলন্দাজ মানে যে কামান থেকে গোলা ছোঁড়ে। নগেন্দ্রপ্রসাদের পায়ের শট ছিল কামানের গোলার মতো। খুব জোরে শট মেরে তিনি গোলপোস্টে অব্যর্থ লক্ষ্যভেদ করতেন। তাই সেই মানুষটিকে নিয়ে ছবি করতে গেলে এই নামটাই সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়েছে আমার।”
আরও পড়ুন: সত্যজিৎ ও রেলভূত
একজন বাঙালি কীভাবে ভারতীয়দের মধ্যে ফুটবল খেলার উন্মাদনা জগিয়ে তুলেছিলেন, সেই কথা বর্তমান প্রজন্মকে জানানো দরকার বলে মনে করেন ধ্রুব। তাই গুপ্তধন সিরিজ়ের বাইরে ফুটবলকে ছবির বিষয় হিসেবে বেছে নিয়েছেন তিনি।
“আমি আসলে একটু বড় ক্যানভাসে ছবি বানাবার চেষ্টা করি,” বললেন ধ্রুব। “তাছাড়া সকলের জন্য ছবি বানাতে গেলে এমন কোনও গল্পই বলব যেটা আর কেউ বলেনি বা জানে না। এতদিন বাইরে থাকার পর এখানে এসে আমার মনে হয়েছে আজকের ছোটরা দেশের ইতিহাস, যা বইতে পড়ানো হয় না, তা প্রায় জানেই না। এগুলো খুঁজে এনে তাদেরকে জানানোর মধ্যেও একটা আলাদা আনন্দ আছে।”
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
প্রতি ছবিতেই তিনি বাঙালিয়ানাকে উদযাপন করতে ও আজকের প্রজন্মের মধ্যে বাঙালি ঐতিহ্যের বীজ বুনে দিতেও আগ্রহী বলে জানালেন ধ্রুব। তাই সেই রীতিতেই ‘গোলন্দাজ’-এও থাকছে বাঙালির ঐতিহ্যের কথা।
ছবির মুখ্য চরিত্রে দেব কেন? “নগেন্দ্রপ্রসাদের যুবা বয়সের ছবি দেখে আমার মনে হয়েছে এই চরিত্রে দেব ছাড়া আর কাউকে মানাবে না,” দাবী ধ্রুবর। “যদিও জানি দেব কোনওদিন ফুটবল খেলেনি, কিন্তু এই ছবিতে আমার ওকেই দরকার ছিল। এই চরিত্রটার জন্য ও যেভাবে খাটছে তাতে আমার বিশ্বাস দর্শকদের সামনে নগেন্দ্রপ্রসাদকে ও বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে পারবে।”
ছবির অন্যান্য চরিত্রের নির্বাচন ও শুটিং শুরু হবে ২০২০-এর শুরুতে।