এখনও সঙ্কটজনক রশিদ খান
RBN Web Desk: রশিদ খানের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। বহুদিন ধরেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিশিষ্ট এই শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছেন তিনি। সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়।
প্রথমদিকে মুম্বইয়ের এক হাসপাতালে শিল্পীর চিকিৎসা করানো হচ্ছিল। কিছুটা সুস্থ হওয়ার পর তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। তারপর থেকে এ শহরেই তাঁর চিকিৎসা চলছে। যখনই সুস্থ হয়েছেন, গান রেকর্ড করেছেন।
আরও পড়ুন: বেসিক গানেই ভরসা রাখছে স্যমন্তক অ্যান্ড মেটস
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে উচ্চ রক্তচাপের সমস্যা। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
একাধিক বাংলা ও হিন্দি ছবিতে গান গেয়েছেন ৫৫ বছর বয়সী রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। ২০২২ সালে পদ্মভূষণ সম্মান পান তিনি।
ছবি: কুশল গঙ্গোপাধ্যায়