গম্ভীরার খোঁজে খরাজ, সৌরভ, শ্রীতমা

RBN Web Desk: বঙ্গভাণ্ডারের বিবিধ রতনের মধ্যে অন্যতম এর বহুবিধ শিল্প। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে মানুষ যেসব শৈল্পিক কাজ দেখে প্রশংসা করেন, তার বেশিরভাগেরই উৎপত্তি পশ্চিমবঙ্গে। সেই বহুবিধ শিল্পের মধ্যে অনেকগুলোই হারিয়ে যেতে বসেছে চর্চার অভাবে। তার মধ্যে একটি মালদহের গম্ভীরা নৃত্যশৈলী ও তার মুখোশ নির্মাণ। এই শিল্পকে কেন্দ্র করেই অঞ্জনাভ রায় ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে ‘নানা হে’। অভিনয়ে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য ও অঞ্জন কাঞ্জিলাল।

ছবিতে খরাজ অভিনীত কেন্দ্রীয় চরিত্রটি এক গম্ভীরা শিল্পীর। বাণিজ্যিক, ফরমায়েশি গম্ভীরা করতে নারাজ প্রবীণ সেই শিল্পী একরকম স্বেচ্ছা-নির্বাসন নেন। হঠাৎই কলকাতার একটি মেয়ে (শ্রীতমা) গম্ভীরা সংক্রান্ত গবেষণার কাজে তার কাছে হাজির হয়। প্রবীণ শিল্পীর সঙ্গে কথা বলতে-বলতে উন্মোচিত হতে থাকে গম্ভীরার ইতিহাস, ঐতিহ্য ও প্রান্তিক মানুষের শিল্পযাপন। একই সঙ্গে, একটি আদ্যোপান্ত শহুরে ছেলের জীবনও বদলে যায় গম্ভীরার ছোঁয়ায়। এক প্রায় হারিয়ে যাওয়া লোকশিল্প কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে, তাই নিয়েই ‘নানা হে’।

আরও পড়ুন: অন্তত পাঁচ বছর থিয়েটার করার পরামর্শ মনোজের

ছবির কাহিনিকার অঞ্জনাভ। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ন’টি গান থাকছে ছবিতে যার বেশিরভাগই লোকসঙ্গীত। গানগুলি গেয়েছেন দুর্নিবার সাহা, তীর্থ ভট্টাচার্য, শ্রেয়া ভট্টাচার্য ও আহেলি সরকার। তীর্থ ভট্টাচার্যের সঙ্গে ছবির সঙ্গীত পরিচালনাও করছেন অঞ্জনাভ।

শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘নানা হে’।

 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *