বিবেকের আয়নার সামনে দাঁড় করাবে ‘মিরাজ’
RBN Web Desk: প্রতিদিনের সামাজিক জীবনযাপনের উদ্দেশ্যে প্রায় সমস্ত পেশার মানুষকেই মুখোশের আশ্রয় নিতে হয়। বস্তুত বাইরের পৃথিবীর ঝড়ঝাপটার সঙ্গে মোকাবিলা করতে হলে ছদ্মআবরণের আড়াল ছাড়া উপায় থাকে না। কিন্তু সামান্য কোনও ঘটনাও মানুষকে বিবেকের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। ভেঙে যায় স্বহস্তে রচিত অনেক মরীচিকার দেওয়াল।
সামাজিক জীবনের এই চিরকালীন বোধের কথা উঠে আসবে এসএইচআইআরসি ও দেবজয় ফিল্মসের যৌথ প্রযোজনায় পরিচালক দেবজয় মল্লিক ও তাপস চক্রবর্তীর স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘মিরাজ’-এ। ১৩ মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, ভরত কল, শুভজিত কর, পায়েল দত্ত, মিশমি দাস, প্রত্যুষা পাল ও লাড্ডু। তাপস নিজেও রয়েছেন এই ছবিতে।
আরও পড়ুন: প্রকাশিত হলো পূর্ণাঙ্গ ‘শ্যামা’র অ্যালবাম
চারটি গল্প নিয়ে তৈরী হয়েছে ‘মিরাজ’। প্রথমটি এমন একটি মেয়েকে নিয়ে, যে জীবনে সমস্ত কিছু পেয়েও মানসিক দিক থেকে অপূর্ণ থেকে যায়। অতিরিক্ত প্রাপ্তি যেন তাকে এক চোরাবালির মধ্যে টেনে নিয়ে যেতে থাকে। দ্বিতীয় গল্পটি এক শিক্ষিকাকে নিয়ে যিনি নিজের মুখোশের সামনে দাঁড়িয়ে নিজেকে চেনার চেষ্টা করেন। কখনও কিছু জাদু বাস্তবতা তাঁকে আয়নার সামনে দাঁড়াতে সাহায্য করে। তৃতীয় গল্প ভাগ্য নিয়ে, যার ওপরে কোনও কথা চলে না।
কিছু মানুষ তার নিজ কৃতিত্ব জাহির করার সুযোগ কখনওই হাতছাড়া করতে পারেন না। এই নিয়েই তৈরি হয়েছে চতুর্থ গল্প। মানব চরিত্রের অহঙ্কারের কথা উঠে আসবে এই পর্বে।
আরও পড়ুন: অবাঙালি শিল্পীদের উপস্থাপনায় মঞ্চস্থ হতে চলেছে ‘সম্পূর্ণ মায়ার খেলা’
সবকটি গল্প পরাবস্তবতার মধ্যে দিয়ে অন্তর্দৃষ্টি লাভের কথা বলে। ১৩ মিনিটের এই যাত্রার শেষে প্রতিটি দর্শককে সেই অন্তর্দৃষ্টির আয়নার সামনে দাঁড় করাবে ‘মিরাজ’।
বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যেতে চলেছে ছবিটি।